24-04-2025, 10:29 PM
(24-04-2025, 06:29 PM)Choton Wrote: আর আমি একটা উত্তর দিতেই হিমশিম খাই, পোস্ট করতে ঘেমে যাই, কোথায় কী করতে হয়, সেটাই ভাল করে বুঝে উঠতে পারিনি এতদিনে। আর পুরোনো মেম্বার দের সঙ্গে কথা বলব কী করে, সেটাই তো জানিনা বহুরুপী বাবু????। অতএব ফোরামের জয় হোক।
(24-04-2025, 06:18 PM)Choton Wrote: অবশ্যই আটকায় বহুরুপীবাবু। না হলে একটা লেখা দিয়ে সেটা বাতিল করে আর একটা নাম দিয়ে আর একটা লেখার 4/5 লাইন ও যদি কেনো publish হলো না, সেটা জানার জন্য বাংলা ফোরামের বাংলা না জানা modetor ke গুছিয়ে ইংলিশে মেল করতে হয়, তবে সত্যিই খুব খারাপ ও হাস্যকর দশা!!!!!!! ????? এইখানেই ব্যক্তিগত পছন্দ অপছন্দ বিষয়টা automatically এসে যায়, তাই নাকি? ??? এই জন্যই আমি অন্তত Sarit কে মেল করে এইটা নিয়ে query করব না। বেটার I will stop writing here. Isn't that a better option?
ব্যক্তিগত পছন্দ অপছন্দ আসতে গেল তো বাঙালি মডারেটর থাকতে হবে,এখানে সেটাই তো নেই।
(আছে তবে একদম চুপসে গেছে বোধহয়) তবে আপনি ভাই একটু বেশিই কল্পনাপ্রবণ।
আপনি কি লিখেছেন তা দেখে সমস্যা নির্ধারণ করে আপনার পোস্ট এপ্রুভ করাতে পারতাম।
তাছাড়া পোস্ট করার সহজ একটা উপায় আছে,তবে আমি সেটি পাবলিকলি বলবো না,তাই বলে ছিলাম যোগাযোগ করতে। পাবলিকালি এই সব নিয়ে আলোচনা সাইটের জন্য সমস্যা তৈরি করে। যাই হোক, আমি আগামীকাল থেকে কিছু দিন সাইটে থাকবো না,তবে হয়তো অন্য কেউ আপনাকে সাহায্য করতে পারে।❤️


![[Image: IMG-20241001-072115.jpg]](https://i.ibb.co/7jZQY9h/IMG-20241001-072115.jpg)
![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)