15-08-2024, 11:15 AM
উত্তেজনার সাথে সাসপেন্স এর মিশ্রণ টা গাঢ় হচ্ছে আস্তে আস্তে, এটা ই লেখনীর গভীরতা বাড়িয়ে দেয়।।।
Incest গোধূলি আলো'র গল্পগুচ্ছ
|
15-08-2024, 11:15 AM
উত্তেজনার সাথে সাসপেন্স এর মিশ্রণ টা গাঢ় হচ্ছে আস্তে আস্তে, এটা ই লেখনীর গভীরতা বাড়িয়ে দেয়।।।
15-08-2024, 03:35 PM
16-08-2024, 01:36 PM
(This post was last modified: 17-08-2024, 12:20 PM by Godhuli Alo. Edited 3 times in total. Edited 3 times in total.)
সেদিন হোটেলে ফিরে এসে শুধু মায়ের কথাই মনে পড়তে লাগলো। যতক্ষণ চোখের সামনে ছিল, চোখ দুটো শুধু তার শরীরটাকেই মেপে যাচ্ছিল আনমনে। তবে সেটা বাইরে প্রকাশ হতে দেই নি। শরীরটা আগের চেয়ে বেশ রসালো হয়েছে আর চেহারাতেও তখনকার চেয়ে বেশি লাবণ্যতা এসেছে। কিন্তু মা কি তার জীবনে সুখী? না, কোনোভাবেই না। সেটা তাকে দেখলেও বোঝা যায় আর পারিপার্শ্বিক সবকিছু সম্পর্কে যতটুকু জেনেছি তাতে সেই ধারণাই বদ্ধমূল হয় যে, মা সুখী নেই মঈনের সাথে দাম্পত্য জীবনে। মঈন অন্য একটা মেয়েকে বিয়ে করেছে। ঢাকায় ফ্ল্যাট নিয়ে তার কাছেই থাকছে স্থায়ীভাবে। এখানে মাঝে মাঝে এসে মা আর ছেলেমেয়েকে দেখে যায়। ছোট ছোট দুটো বাচ্চা নিয়ে মা একাই থাকে একটা ফ্ল্যাটে। না, তাকে কোনোভাবেই সুখী বলা যায় না। তাহলে আমি তো একটা সুযোগ নিতেই পারি। বাসা যখন চিনে এসেছি এবং যথেষ্ট অভ্যর্থনাও পেয়েছি প্রথম দিনে তখন আবার যেতে ক্ষতি কি?
কলিংবেল টেপার বেশ কিছুক্ষণ পর সৌমিক এসে দরজা খুলে বলল, আরে চাচ্চু তুমি! আমি হেসে বললাম, হুম। খুব মনে পড়ছিল তোমার কথা, তাই চলে আসলাম দেখতে। সৌমিক উৎফুল্ল হয়ে উঠে বলল, আসো আসো ভেতরে আসো। ভেতরে গিয়ে সোফায় বসতেই মায়ের গলার আওয়াজ পেলাম। 'কে এসেছে রে সৌম?' বলেই তিনি ড্রইংরুমে এসে ঢুকলেন। আমাকে দেখেই থমকে গিয়ে বললেন, ও তুমি! আমি হেসে বললাম, খুশি হও নি বুঝি দেখে? মা সৌমিকের দিকে তাকিয়ে বললেন- সৌম, তুমি ভেতরে সেঁজুতির কাছে গিয়ে বসো গে, যাও। সৌমিক ভেতরে যেতেই মা আমার সামনের সোফাটায় বসতে বসতে বললেন, আমার খুশি হওয়া বা না হওয়ায় কি যায় আসে? বাড়িটা তো আর আমার না। যার বাড়ি তার নিষেধ আছে একা যাতে তুমি এখানে না আসো। আমি একটা দীর্ঘশ্বাস ফেলে বললাম, কিন্তু মঈনের আচরণ তো সেদিন তেমনটা ছিল না। মা কিছুক্ষণ চুপ থেকে বললেন, দীর্ঘদিন পর ভাইকে দেখে খুশি হয়েছিল ঠিকই, কিন্তু বাসায় আসতে চাওয়াটা ওর পছন্দ হয় নি। কিন্তু অফিসের ঠিকানা যেহেতু পেয়েই গেছো তাই সেখান থেকে বাসার ঠিকানা পাওয়াটাও কঠিন কিছু না। তাই ঝামেলা এড়াতে নিজেই নিয়ে এসেছিল। কিন্তু আমাকে বলে গিয়েছিল যাতে একা কখনও আসলে তোমাকে ঢুকতে না দেই। আমি রুষ্টকণ্ঠে বললাম, কেন? সে তো ঠিকই আর একজনের সাথে চুটিয়ে সংসার করছে। তবে তোমার প্রতি কেন এতো অধিকারবোধ? মা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, পুরুষ মানুষ একবার কোনো নারীর ওপর অধিকার পেয়ে গেলে সেটা আর ছাড়তে চায় না কোনোভাবেই। তাকে নিজের সম্পত্তি ভাবতে শুরু করে। আমি বললাম- আচ্ছা, বাদ দাও। আমাকে শুধু বলো, তুমি কি সুখী তোমার জীবনে? মা কিছুক্ষণ চুপ থেকে বললেন, সেটা কি আর মুখ ফুটে বলতে হয়? স্ত্রীর স্বীকৃতি তো কোনোদিনও ছিল না। তবু একত্রে ছিলাম বলে একটা মর্যাদা ছিল। কিন্তু এখন সেটুকুও নেই। বাচ্চা দুটোকে নিয়ে তার রক্ষিতার মতো পড়ে আছি এখানে। নিজের জন্য কোনো দুঃখ নেই কিন্তু ছেলেমেয়ে দুটোর মুখের দিকে তাকাতে পারি না। আমি না হয় ওর বিয়ে করা বৌ নই। কিন্তু বাচ্চা দুটো তো ওর ঔরসজাত সন্তান। বলতে বলতেই মা কান্না করে দিলেন। তাই দেখে আমি অপ্রস্তুত হয়ে গেলাম। কি বলবো ভেবে পেলাম না। মা আঁচলে চোখ মুছতে মুছতে বললেন, মনের কথা বলে চোখের জল ফেলবার মতো একটা মানুষও নেই। কিভাবে যে বেঁচে আছি! তার ওপর নীলিমা নাকি কনসিভ করেছে। ওর বাচ্চা দুনিয়াতে আসবার পর পরিস্থিতি যে আরো খারাপ হবে তাতে তো কোনো সন্দেহ নেই। আমি ক্ষুণ্নকণ্ঠে বললাম, তাহলে তোমার ফিউচার প্ল্যান কি? মা আবারো দীর্ঘশ্বাস ফেলে বললেন, কোনো প্ল্যান নেই। ভাগ্যে যা আছে হবে। আমি বললাম, কিন্তু এভাবে তো বাঁচা যায় না। মা বললেন, অভ্যেস করে নিলেই বাঁচা যায়। কিন্তু তুমি আর বেশিক্ষণ বোসো না এখানে। মঈন কোনোভাবে জানতে পারলে খুব রাগ করবে। চারপাশের অনেককেই লাগিয়ে রেখেছে আমার দেখভাল করার জন্য। কেউ জানতে পেরে ওর কাছে কথা লাগিয়ে দিলে অনর্থ ঘটবে। আমি তখন বললাম- ঠিক আছে, আমি উঠছি। কিন্তু আমার ঠিকানা দিয়ে যাচ্ছি তোমাকে। সময়-সুযোগ বুঝে একবার এসো আমার কাছে। তোমার সবকিছুর একটা মীমাংসা হওয়াটা খুব দরকার। এমন তো নয় যে মঈন ছাড়া তোমার আর কেউ নেই তাই ওর সবকিছু তোমাকে মুখ বুজে সইতে হবে।
16-08-2024, 01:53 PM
(16-08-2024, 01:36 PM)Godhuli Alo Wrote: আমি তখন বললাম- ঠিক আছে, আমি উঠছি। কিন্তু আমার ঠিকানা দিয়ে যাচ্ছি তোমাকে। সময়-সুযোগ বুঝে একবার এসো আমার কাছে। তোমার সবকিছুর একটা মীমাংসা হওয়াটা খুব দরকার। এমন তো নয় যে মঈন ছাড়া তোমার আর কেউ নেই তাই ওর সবকিছু তোমাকে মুখ বুজে সইতে হবে। বাহ্, এই তো। এবারে মৃণাল মাকে অন্য ফ্ল্যাটে নিয়ে রাখুক।
16-08-2024, 09:52 PM
17-08-2024, 12:02 PM
(16-08-2024, 01:36 PM)Godhuli Alo Wrote: মা কিছুক্ষণ চুপ থেকে বললেন, সেটা কি আর মুখ ফুটে বলতে হয়? স্ত্রীর স্বীকৃতি তো কোনোদিনও ছিল না। তবু একত্রে ছিলাম বলে একটা মর্যাদা ছিল। কিন্তু এখন সেটুকুও নেই। বাচ্চা দুটোকে নিয়ে তার রক্ষিতার মতো পড়ে আছি এখানে। নিজের জন্য কোনো দুঃখ নেই কিন্তু বাচ্চা দুটোর মুখের দিকে তাকাতে পারি না। আমি না হয় ওর বিয়ে করা বৌ নই। কিন্তু বাচ্চা দুটো তো ওর ঔরসজাত সন্তান।খুবই মর্মন্তুদ। প্রতিবাদী নারীর পরিণাম পুরুষশাসিত মানসিকতার পিঞ্জরে।
17-08-2024, 09:26 PM
21-08-2024, 08:35 AM
(This post was last modified: 21-08-2024, 09:29 AM by Godhuli Alo. Edited 2 times in total. Edited 2 times in total.)
হোটেলে আমার রুমের সোফায় মা বসে আছে। আর আমি তার মুখোমুখি বিছানায় বসে। মা কিছুটা অস্বস্তিবোধ করছিল। আমি তা দূর করতে হেসে বললাম, এতো আনইজি ফিল করছো কেন? আমি আর সেই ছোট্ট কিশোরটি নেই যে হুট করেই তোমার সাথে অশোভন আচরণ শুরু করবো।
আমার কথা শুনে মাও হেসে দিলেন। তারপর বললেন, আসলে তা না। মাঝখানে অনেক দিন তো যোগাযোগ ছিল না। আর তুমি এখন অনেক বড় হয়ে গেছো তাই একটু আনইজি লাগছে। আমি স্নিগ্ধ হেসে বললাম, যত বড়ই হই না কেন, আমি তো তোমারই সন্তান। এই সম্পর্ক কোনোদিন ম্লান হবার নয়। সব অস্বস্তি বাদ দিয়ে সহজ হয়ে যাও। আচ্ছা, তুমি আসলে কিভাবে? বাচ্চাদের কার কাছে রেখে এসেছো? মা বললেন, পাশের ফ্ল্যাটে রেখে এসেছি। বলেছি যে, ঢাকায় ডাক্তার দেখাতে যাবো তাই ফিরতে দেরি হতে পারে। আমি বললাম, ওহ আচ্ছা। তাহলে তাড়াতাড়ি কথাবার্তা শেষ করা উচিত। যত তাড়াতাড়ি ফিরতে পারো ততই ভালো। তা তোমার সার্বিক অবস্থা তো জানলাম। এখন কিভাবে বাঁচতে চাও তুমি তাই বলো। মা কিছুক্ষণ চুপ থেকে বললেন, আমার চাওয়াটা খুব বেশি কিছু না। কিন্তু মঈনের বিয়ের পর সেটা আর পূরণ হওয়া সম্ভব নয়। আমি বললাম, চাওয়াটা কি শুনি? মা মাথা নিচু করে ধীরে ধীরে বললেন, আমার সন্তানেরা যাতে নিজেকে অভিভাবকহীন না ভাবে। সব সময় যেনো বাবার ছায়া ওদের মাথায় ওপর থাকে। আমি কিছু সময় ভেবে ঠোঁট কামড়ে বললাম, এটা আসলেই আর সম্ভব নয়। কিন্তু তুমি তো চাইলে অন্য কাউকে বিয়ে করতে পারো যে কিনা তোমার সন্তানদের পিতৃস্নেহে মানুষ করবে। মা ঠোঁট বাঁকিয়ে বললেন, বাস্তবতা কি এতোই সহজ? এমনটা করতে গিয়ে হয়তো সৎ বাবার সংসারে ওদের জীবন আরো বিষময় হয়ে যাবে। আর তাছাড়া এমন কাউকে পাবো কোথায়? বলেই মা পূর্ণদৃষ্টিতে আমার দিকে তাকালেন। আর আমিও একদৃষ্টিতে তার দিকে তাকিয়ে আবেগভরা কণ্ঠে বললাম- কেন, আমি তো আছি। এখনো বিয়েই করি নি। নতুন বৌয়ের সাথে দুটো রেডিমেড বাচ্চা পেলে ভালোই লাগবে। তাছাড়া ওরা তো আমার নিজেরই রক্ত। একইসাথে ওদের ভাই এবং চাচাও আমি। ওদেরকে বাবার স্নেহে মানুষ করাটা কঠিন কিছু নয় আমার জন্য। মা বিস্ময়ে হতবাক হয়ে একদৃষ্টে তাকিয়ে রইলেন আমার দিকে। তারপর বললেন, না না এমনটা হয় না। কখনোই না।
21-08-2024, 11:34 AM
(21-08-2024, 08:35 AM)Godhuli Alo Wrote: আমি বললাম, চাওয়াটা কি শুনি? এরপর যেটা স্বাভাবিক তা হল, মইন তার সকল নারীর সংসর্গে তার যৌন অতৃপ্তির কথা খুলে বলা।
21-08-2024, 11:46 AM
(21-08-2024, 08:35 AM)Godhuli Alo Wrote: মা মাথা নিচু করে ধীরে ধীরে বললেন, আমার সন্তানেরা যাতে নিজেকে অভিভাবকহীন না ভাবে। সব সময় যেনো বাবার ছায়া ওদের মাথায় ওপর থাকে। সব মায়ের চাওয়া - আমার সন্তান যেন থাকে দুধে ভাতে।
21-08-2024, 07:58 PM
খুব সুন্দর প্রেক্ষাপট।দারুণ লাগছে।একটা পি এম করেছি। দেখবেন প্লিজ।
21-08-2024, 08:36 PM
(21-08-2024, 08:35 AM)Godhuli Alo Wrote: যে কিনা তোমার সন্তানদের পিতৃস্নেহে মানুষ করবে। চেনা চেনা লাগে…! তবুও অচেনা…! কে তুমি লেখিকা…! নামটি বল না…!…?????? প্রথম কথা, আমার মনে হচ্ছে আপনি মেয়ে…!? দ্বিতীয় কথা,না জানি কেন বড্ড চেনা চেনা ঠেকছে…!?
22-08-2024, 01:08 AM
22-08-2024, 03:57 PM
22-08-2024, 10:48 PM
23-08-2024, 12:51 AM
23-08-2024, 12:11 PM
23-08-2024, 08:35 PM
(This post was last modified: 23-08-2024, 08:36 PM by Godhuli Alo. Edited 1 time in total. Edited 1 time in total.)
(21-08-2024, 08:36 PM)বহুরূপী Wrote: চেনা চেনা লাগে…! তবুও অচেনা…! পুরুষ নাকি নারী? চেনা নাকি অচেনা? সেই যাচাই করাটা নিষ্প্রয়োজন। এখানে আমার কাজটি হচ্ছে লেখালেখি। আর সেটা সবার কাছে ভালো লাগলেই আমি সার্থক।
23-08-2024, 09:02 PM
24-08-2024, 12:50 AM
|
« Next Oldest | Next Newest »
|