04-02-2021, 09:04 PM
এই ঠিকানায় একটা নতুন কিছুর
অপেক্ষায় আছি !!!!!

![[Image: 20210115-150253.jpg]](https://i.ibb.co/7prGwZZ/20210115-150253.jpg)
ভিন্ন স্বাদের কিছু গল্পের ঠিকানা
|
04-02-2021, 11:14 PM
05-02-2021, 12:25 AM
(04-02-2021, 08:59 PM)Mr Fantastic Wrote: একটা ইরোটিক গল্পও লিখেছিলাম। পড়ে দেখবেন, "আমার স্বপ্ন তুমি" - https://xossipy.com/thread-32410.htmlহ্যাঁ পড়লাম। কমেন্ট করেছি।
05-02-2021, 09:49 AM
05-02-2021, 08:28 PM
(04-02-2021, 11:14 PM)Mr Fantastic Wrote: লিখছি, কাল শেষ করে পোষ্ট করবো !! ![]() ![]() ![]()
05-02-2021, 08:38 PM
(This post was last modified: 06-02-2021, 07:53 AM by Mr Fantastic. Edited 1 time in total. Edited 1 time in total.)
** সমুদ্রের তটে ** অভিরূপের ইচ্ছে ছিল খুব দামি হোটেলে ওঠার, কিন্তু তনিমা শুরু থেকেই আপত্তি করছে। ট্রেন স্টেশন ছোঁয়ার আগে তনিমা বলল, “ না তুমি পাগলামি করবে না কিন্তু, দামি হোটেলের মোটেই দরকার নেই। আমাদের অন্তত দিন পনেরো চালাতে হবে তো নাকি? তাছাড়া কোনারকও যাবো “। অভিরূপ হাসতে হাসতে বলল, “ নাই বা থাকলাম পনেরো দিন, তবু যেক’টা দিন থাকবো একটু জমিদারি ভঙ্গিতে “। তনিমা ভ্রুকুটি করে বলল, “ ও তোমার বুঝি বেশীদিন থাকার ইচ্ছে নেই? “ -- ইচ্ছে তো করে সমুদ্রপারে অনন্তকাল তোমার মুখোমুখি বসে থাকি ! -- বাঃ তাহলে তো হোটেল খরচই লাগবে না। বালির ওপর মুখোমুখি বসে থাকব আর হাওয়া খাবো। -- শুধু হাওয়া খাবো ? এই বলে সেকেন্ড ক্লাস কামরার অল্প ভিড়ের মধ্যেও তনিমার ভেজা ভেজা গোলাপী ঠোঁটের দিকে তাকিয়ে অভিরূপ একটা ইশারা করল। তনিমাও চোখ পাকিয়ে বলল, অসভ্য! ট্রেন থেকে নেমে আবারও হোটেলের প্রসঙ্গ উঠলো। অভিরূপের খুব ইচ্ছে বড়ো হোটেলে থাকবে আয়েশ করে। তাতে যদি দু’দিন কম থাকতে হয় তাও ভালো। কিন্তু তনিমা অতো টাকা খরচ করতে রাজি নয়। কুলি আর লোকজনের ভিড়ে ঠাসা প্ল্যাটফর্মেই দাঁড়িয়ে ওরা তর্ক করতে লাগলো। বিয়ে হয়েছে ওদের ছয় মাস আগে, কিন্তু এখনও দুজনে একসঙ্গে বাইরে কোথাও ঘুরতে যেতে পারে নি। ইচ্ছে ছিল কাশ্মীরে যাবার, কিন্তু মায়ের অপারেশনে জমানো টাকার অনেকটাই খরচ হয়ে যাওয়ায় অগত্যা হানিমুনে ওদের পুরী আসা। তবুও, একান্নবর্তী বাড়িতে তনিমাকে সবসময়ের জন্য নিজের কাছে পায় নি, তাই অভিরূপের শখ কয়েকটা দিন ভালো কোনো হোটেলে কাটানো, যেখানে তাদের কেউ ব্যাঘাত ঘটাবে না। তনিমাই জিতল। বলাই বাহুল্য বিয়ের অন্তত বছরখানেকের মধ্যে স্ত্রীর সঙ্গে তর্কে কোন স্বামীই জিততে পারে ? তনিমা কিছুতেই হোটেলের পিছনে গুচ্ছের টাকা খরচ করতে রাজি নয়। অগত্যা অভিরূপ বলল, ঠিক আছে মাঝারি ধরনের হোটেলেই যাবো, কিন্তু এমন হোটেল চাই যেন সমুদ্রের সামনে দোতলায় ঘর থাকবে, খোলা বারান্দা আর খাবার খেতে নিচে যেতে হবে না। --ইসস, পুরীতে হোটেল পাওয়া অতো সহজ কিনা! আগে থেকে ব্যবস্থা করো নি, এখন দ্যাখো সব ভর্তি কিনা। একটার পর একটা হোটেল ঘুরছে, কোনোটাই ঠিক পছন্দ হয় না। অনেক হোটেলেই জায়গা নেই। শেষে একটা হোটেল মোটামুটি পছন্দ হল। সমুদ্রের দিকে ঘর আছে দোতলায়, বারান্দাও আছে, কিন্তু রুম লাগোয়া বাথরুম নেই-বাথরুম সেই একতলায়। তনিমা তাতেই রাজি। মালপত্র ঢুকিয়েই দরজা দরজা বন্ধ করলো অভিরূপ, পিছন থেকে এসে তনিমাকে জড়িয়ে ধরে পাক খেয়ে বলল, আঃ ছুটি, ছুটি, এবার তোমাতে আমাতে মিলে মজা লুটি ! আমার তনু সোনা, উমম-ম… --এই ছাড়ো ছাড়ো, বাইরে থেকে দেখতে পাবে ! --ধ্যাত, কে দেখবে ? --ওই যে জানলা দিয়ে, সমুদ্রে যারা স্নান করছে তারা দেখতে পাবে। --ওদের ওখানেই অনেক কিছু দেখার আছে। ওরা এদিকে তাকাবে না। আচমকা দরজায় ঠকঠক শব্দ হতেই অভিরূপ বিরক্ত হয়ে বলল, এখনই আবার কে জ্বালাতে এলো ! দরজা খুলতে দেখল বুড়ো ম্যানেজার। একটা লম্বা ভারী খাতা এগিয়ে দিয়ে বলল, নাম সই করতে ভুলে গেছেন। --এক্ষুনি করতে হবে নাকি ? --তাই তো নিয়ম। বুড়ো ম্যানেজার এবার অভিরূপের মুখের দিকে ভালো করে তাকিয়ে বলল, নমস্কার নমস্কার, খবর টবর সব ভালো তো ? অজিত বাবু কেমন আছেন ? অভিরূপ বেশ হকচকিয়ে বলল, কে অজিত বাবু ? --সেই যে আগেরবার আপনি যাদের সাথে ছিলেন, অজিত সাহা, বেশ হাসি-খুসি মানুষ আর তার স্ত্রী মনীষা, আপনাদের কি ভোলা যায় ? এই ঘরটাতেই ছিলেন সবাই। অভিরূপ হাত তুলে ম্যানেজারকে থামিয়ে বলল, আমি অজিত নামের কাউকে চিনি না আর এই প্রথম পুরী এলাম। ম্যানেজার বিস্মিত হয়ে বলল, সেকি, আপনার মনে নেই ? এখনও টাটা স্টিলেই আছেন ? অভিরূপ নীরস ভাবে বলল, আমি টাটা স্টিলে কখনও চাকরি করিনি। তনিমা সকৌতুকে একবার অভিরূপের মুখে, আরেকবার মানেজারের দিকে তাকাচ্ছে। বুড়ো ম্যানেজার ভ্রু কুঁচকে বলল, তাহলে কি আমার কোথাও ভুল হচ্ছে ? তারপর অস্ফুট স্বরে বললেন, হবে হয়তো, বয়স হচ্ছে কিনা। ঠিক আছে, কোনকিছুর দরকার হলে বলবেন। বুড়ো ম্যানেজার চলে যেতে অভিরূপ দরজা বন্ধ করে হাঁফ ছেড়ে বলল, উফফ ভয় পাইয়ে দিয়েছিল মাইরি ! এমন ভাবে তাকাচ্ছিল যেন আমি মিথ্যে কথা বলছি। তনিমা বলল, আমার মনে হয় আন্দাজে ঢিল মেরেছে, যদি লেগে যায়, হি হি। দ্যাখো অজিত নামের কেউ হয়তো হোটেল ভাড়ার টাকা মেরে দিয়েছিল, আর তোমার চেহারার সাথে হয়তো অজিতের মিল পেয়েছে। --আরে না, আমাকে তো অজিত বলেনি। ও বলছে অজিত আর তার স্ত্রীয়ের সাথে যে ব্যক্তি এসেছিলেন সেই লোকটি হচ্ছি আমি ! আশ্চর্য, কেউ এভাবে ঘুরতে আসে অন্য কাপলের সাথে, তাও আবার এক রুমে ! --যাক গে, আমার ব্যাগের চাবিটা দাও। আর বাথরুম তো ঘরে নেই, স্নান করতে নিচের বাথরুমেই যেতে হবে। --ধুর, সমুদ্রে এসে কেউ বাথরুমে স্নান করে নাকি, আমরা আজ সমুদ্রে স্নান করবো এবং এখনই! অভিরূপ ভালোই সাঁতার জানে। প্রথমবার সমুদ্রে নামলেও ভয় পায় না। নুলিয়ার সাহায্য না নিয়েই বড়ো বড়ো ঢেউয়ের সামনে এগিয়ে যায়। তনিমাও সাঁতার জানে, কিন্তু বিশাল ঢেউ দেখে ভয় পায়। আগে একবার পুরী এলেও ভয় কাটে নি। অভিরূপ ওর হাত ধরে একটু দূরে সমুদ্রের মাঝে নিয়ে যেতে চাইলে তনিমা যাবো না বলে চেঁচিয়ে ওঠে। কিন্তু অভিরূপ শোনে না। তনিমাকে পাঁজাকোলা করে তুলে এগিয়ে যায় কোমর সমান জলের দিকে। খোলা আকাশের নিচে নীল সমুদ্রের মাঝে এই প্রথম দুটো শরীর স্বাধীনতা পেয়েছে। বড়ো ঢেউয়ের সামনে পিছন থেকে তনিমার নধর দেহবল্লরীকে শক্ত করে জড়িয়ে ধরে অভিরূপ। অবাধ্য হাত বিচরণ করে বেড়ায় তনিমার জলে ভেজা আঁটোসাঁটো টপের ওপর দিয়ে শরীর জুড়ে। ঢেউয়ের ঝাপটায় আর অভিরূপের বাহুবন্ধনে চাপা পড়ে তনিমা ছটফট করে ওঠে, খিলখিলিয়ে হেসে ওঠে। (পরের পর্বে সমাপ্ত)
05-02-2021, 08:42 PM
05-02-2021, 08:46 PM
(05-02-2021, 08:42 PM)Mr Fantastic Wrote: সেই জন্য তনিমা হাজির !! গলার কাছে দম আটকে আছে, তাড়াতাড়ি পরের পর্ব দাও, এমন করে না লক্ষ্মীটি! একটা ধোঁয়াশা রহস্যের গন্ধ পাচ্ছি! মনে হচ্ছে অভিরূপ এসেছিল অজিতের সাথে! তবে ওই প্রথম লাইনে যে তনিমাকে দেখিয়েছ তাতেই আমি কুপোকাত কিন্তু !!!!!! ![]()
06-02-2021, 07:54 AM
(05-02-2021, 08:46 PM)pinuram Wrote: গলার কাছে দম আটকে আছে, তাড়াতাড়ি পরের পর্ব দাও, এমন করে না লক্ষ্মীটি! একটা ধোঁয়াশা রহস্যের গন্ধ পাচ্ছি! মনে হচ্ছে অভিরূপ এসেছিল অজিতের সাথে! তবে ওই প্রথম লাইনে যে তনিমাকে দেখিয়েছ তাতেই আমি কুপোকাত কিন্তু !!!!!! হেঁ হেঁ হেঁ, রহস্যের গন্ধটা একটু থাক ! পাঠক-পাঠিকাদের একটু সাসপেন্সে খেলাই ![]() ![]() ![]()
06-02-2021, 10:53 AM
06-02-2021, 10:59 AM
(20-01-2021, 11:20 PM)pinuram Wrote: বড় কঠিন প্রশ্ন বন্ধু! এই অনুভবটা সম্পূর্ণ আপেক্ষিক! তাই কারুর এক জনার সংজ্ঞায় এটা কে ঠিক ভাবে ব্যাখ্যা করা অসম্ভব ব্যাপার! চিন্তা মুক্ত হতে চাইলেই চিন্তা মুক্ত হওয়া যায় না, সংসারে সাগরের ঢেউয়ের মতন ওঠা নামা থাকবেই! তাই ভালো থাকার সংজ্ঞা সেটাও সেই সাথে ওঠা নামা করে! শীতকালে রোদ ভালো লাগে আবার সেই রোদ গ্রীষ্ম কালে ভয়ঙ্কর লাগে, সূর্য একি থাকে কিন্তু শুধু মাত্র পৃথিবীতে তার কিরণের তেজ কমে বেড়ে যায়! ভালো থাকাটাও অনেকটা এই রকমের! পারিপার্শ্বিক অবস্থার সাথে আপনি কি ভাবে নিজেকে মিলিয়ে নিয়ে থাকছেন তার ওপরে নির্ভর করে ভালো থাকা! কি বললাম আমি নিজেই জানি না আমি প্রতি থ্রেডে গল্প পড়ার সাাথে সাাথে আপনার কমেন্ট গুলো ও পড়ি ![]()
06-02-2021, 12:05 PM
বাহ্... খুব সুন্দর শুরু... কিন্তু.....
কেমন একটা রহস্য রহস্য গন্ধ পাচ্ছি লালমোহন.....ইয়ে ফ্যান্টাস্টিক বাবু....!!
06-02-2021, 01:31 PM
(This post was last modified: 06-02-2021, 01:33 PM by pinuram. Edited 1 time in total. Edited 1 time in total.)
(06-02-2021, 07:54 AM)Mr Fantastic Wrote: হেঁ হেঁ হেঁ, রহস্যের গন্ধটা একটু থাক ! পাঠক-পাঠিকাদের একটু সাসপেন্সে খেলাই সত্যি বলতে সাগর জলের সাগর কন্যে তনিমাকে দেখে তেমন কিছুই মনে হয়নি, তার কারণ গুগুল বাবার সাহায্যে লক্ষ লক্ষ সাগর কন্যের ছবি দেখা যায় ইন্টারনেটে কিন্তু যেটা ইন্টারনেটে পাওয়া যায় না শুধু এই তোমার নিপুণ হাত ধরে উঠে আসা তনিমার মধ্যে পাওয়া যায় সেটা হল ওই ট্রেনে বসে মিষ্টি কথা গুলো, "না তুমি পাগলামি করবে না কিন্তু, দামী হোটেলের একদম দরকার নেই" রূপসীর এই বিচক্ষন সুলভ ব্যাকিত্ত্ব, সেই বর্ণনা সচারাচর পাওয়া যায় না! তাই আমি ট্রেনের তনিমাকে দেখে কুপোকাত, সেই তনিমা অনন্যা সুন্দরী! সাগর জলের তনিমা ভুরিভুরি এই জগতে! আর সেই খানে তোমার জয় জয় কার !!!!!! ![]()
06-02-2021, 01:34 PM
(06-02-2021, 10:59 AM)Tiyasha Sen Wrote: আমি প্রতি থ্রেডে গল্প পড়ার সাাথে সাাথে আপনার কমেন্ট গুলো ও পড়ি আহা কি আনন্দ আকাশে বাতাসে !!!!! ![]()
06-02-2021, 03:57 PM
খুব সুন্দর লাগলো দাদা । পরের আপডেটর অপেক্ষায় রইলাম।
06-02-2021, 04:15 PM
(05-02-2021, 08:46 PM)pinuram Wrote: গলার কাছে দম আটকে আছে, তাড়াতাড়ি পরের পর্ব দাও, এমন করে না লক্ষ্মীটি! একটা ধোঁয়াশা রহস্যের গন্ধ পাচ্ছি! মনে হচ্ছে অভিরূপ এসেছিল অজিতের সাথে! তবে ওই প্রথম লাইনে যে তনিমাকে দেখিয়েছ তাতেই আমি কুপোকাত কিন্তু !!!!!! তুমি বাড়া বরাবরই কুপোকাত পাবলিক , কি আর বলবো ,যা তা অবস্থা ....
06-02-2021, 05:14 PM
(This post was last modified: 06-02-2021, 05:16 PM by sairaali111. Edited 1 time in total. Edited 1 time in total.)
বহুমুখীন । সম্ভাবনার কথা বলছি । একটি নিটোল বৈধ ( ? ) দেহ মিলনে সমাপ্তি ঘটতে পারে । - উত্তেজক কাকোল্ড্রি-র ভাবনাও মাথায় আসছে । - গনগনে চতুর্মুখী ব্যায়াম - আরো একটি জুটিকে এনে - হলেও হতে পারে । - আর , হ্যাঁ , আছে । - গা ছমছমে একটি ভৌতিক কাহিনি-ই বা নয় কেন ? - আর, এই সম্ভাবনা-শিল্পকেই তো বলে - সার্থক সাহিত্য - কারো কারো মতে অবশ্য - নাম ভাঁড়িয়ে - পলিটিক্স । - সালাম ।
06-02-2021, 08:54 PM
(06-02-2021, 10:53 AM)Tiyasha Sen Wrote: না পড়া হয়নি! তবে আস্তে আস্তে সব পড়ে ফেলবো! লিংক দিতে পারবেন? অবশ্যই, সানন্দে - https://xossipy.com/thread-5155.html আর এই থ্রেডের অন্যান্য গল্পগুলোও পড়ে মতামত জানিয়ো ! ![]()
06-02-2021, 08:56 PM
06-02-2021, 08:57 PM
|
« Next Oldest | Next Newest »
|