|
|
Additional Info About indian_dada |
Sex: |
Undisclosed |
indian_dada's Most Liked Post |
Post Subject |
Numbers of Likes |
RE: নতুন কিছু !!! |
11 |
|
Post Message |
নতুন কিছু ......
উদ্ভ্রান্তের মতো ছুটছে পলু ! সামনে যে গাড়ি দেখছে তাকেই হাত নারিয়ে দাঁড় করানোর চেষ্টা করছে ! কিন্তু কেউ থামছে না ! দিল্লির এই কর্মব্যস্ত রাজপথে কারুর কাছে সময় নেই ...... আশ্রম চক !!! এক গর্ভবতী মহিলা রাস্তায় পড়ে মরনের সাথে লড়াই করছে ! পলু একটা জোমাটর ডেলিভারি বয় ! শেষ ডেলিভারি শেষ করে বাড়ি ফিরছিল ! রাস্তায় পড়ে থাকা মহিলাকে দেখে দাঁড়িয়ে পড়ে সে ! পুলিশকে ফোন করে ! এম্বুলেন্সকেও ফোন করে ! আধঘণ্টার উপর হয়ে যায় কিন্তু কেউ আসেনা !
বিহারের এক প্রান্ত গ্রামের ছেলে পলু ... আসল নাম পুলক সিং ! চোখের সামনে ভেসে উঠে নিজের বোনের ছবি... বিনা চিকিৎসায় গর্ভবতী বয়নের মৃত্যু তাকে নারিয়ে দিয়েছিল ! আজ সে কিছুতেই এই অজানা অচেনা বোন কে মরতে দেবে না !
একটা ঠ্যালা আসছিল নিজের সব সবজি বিক্রি করে ... অসহায় পলু তার সাহায্য চায় ! সে বাংলাদেশের রিফিউজি ! ! পলুর কথায় সে বলে "আপনি আমার ঠেলায় ওনাকে শুইয়ে দিন ! আমি ওনাকে হাসপাতালে নিয়ে যাবো ! আপ্লুত হয় পলু ! মনুষ্যত্ব এখনো মরেনি ! ঠ্যালার প্রথম দিক পলু নিজের বাইকের পিছনের সীটের উপর তুলে দিয়ে ঠেলাওয়ালা লোকের গামছা দিয়ে ভালো করে বেঁধে নেয় ! ঠেলাওয়ালাকে বলে মহিলাকে ধরে বসতে ...
মিনিট কুড়ির মধ্যেই পৌঁছে যায় সফদরজং হাসপাতালে ......
না জানে মহিলার নাম ... না জানে ঠিকানা ... ডাক্তার যখন জানতে চায় পলুর মুখ থেকে মিথ্যা বেড়িয়ে আসে ......।। আমার দিদি ! নাম মৈথিলী ... শ্বশুর বাড়ি থেকে প্রতারিতা ......... নিজের আধার দিয়ে হাসপাতালে ভর্তি করে ...... ডাক্তার কিছু ওষুধ লিখে আনতে বললে প্রেসক্রিপশন নিয়ে বাইরে আসতেই দেখা হয় সেই ঠ্যালাওয়ালার সাথে ...
নতুন কিছু লিখতে শুরু করলাম ...। দেখি নতুন কিছু লোকের উৎসাহ মেলে কি না ...।। |
|