09-09-2024, 07:20 AM
১.
০৬.০৯.২০২৪
ঘন জঙ্গল। তলপেটের নয়; প্রকৃতির।
সেই জঙ্গলের অভ্যন্তরে একটি স্ফটিক-স্বচ্ছ ঝরণায় স্নান করছে এক তরুণী।
তরুণী অপরূপা। মনুষ্যবিহীন জঙ্গলে সে স্নাত হচ্ছিল সম্পূর্ণ নগ্ন হয়েই।
এমন সময়…
২.
সাহেবের শখ হল শিকারের। তিনি ব্রাউন ঘোড়াটার পিঠে চাবুক কষিয়ে, দ্রুত ধুলো উড়িয়ে পেরিয়ে গেলেন পাহাড়ের পাকদণ্ডী।
সাহেব ঢুকে পড়লেন গভীর জঙ্গলে। হাতে তুলে নিলেন দো-নলা বন্দুক। মাছিতে রাখলেন একটা চোখ।
আর ঠিক তখনই…
৩.
সুন্দরী স্নান করছিল নিরাভরণ হয়ে, অকপটে। দুপুরের জ্বলন্ত সূর্যালোক ছলকে উঠছিল তার সিক্ত পেলব সোনালি ত্বকে।
তার ভারি নিতম্বে জলের কণারা হীরককুচি হয়ে গড়িয়ে পড়ছিল। তার পুরু স্তনের তীক্ষ্ণ বৃন্তে শিশিরকণার মতো দাঁড়িয়ে পড়ছিল বারিবিন্দু। সুন্দরীর ঘন রোমাবৃত শ্রোণীদেশ দিয়ে জলধারা আরেকটি গোপন ঝর্ণাধারা রচনা করে লুটিয়ে পড়ছিল নীচের স্রোতস্বিনীতে।
এমন সময় সুন্দরী হঠাৎ চোখ তুলে তাকাল। মুহূর্তে কেঁপে উঠল সে। খানিক ভয়ে এবং খানিক লজ্জায়।
সে দেখল, বিশ-হাত মাত্র দূরে তার নগ্ন শরীরের দিকে বন্দুক তাক করেছে এক আগন্তুক অশ্বারোহী!
৪.
সাহেবের আর হরিণ শিকার করা হল না। গভীর জঙ্গলে ঢুকে তিনি নিজেই যেন হঠাৎ নিষাদ হতে মৃগতে পরিণত হলেন। তাঁর সমস্ত দৃষ্টি ও দৃঢ়তা ঝরণাতলার অপরূপ নগ্নিকার দিকে অদৃশ্য চুম্বক-আকর্ষণে নিষ্পলক হয়ে রইল।
বেশ কিছুক্ষণ পর সাহেব ঘোড়া থেকে নেমে পড়লেন। ছুঁড়ে ফেলে দিলেন হাতের বন্দুকটা; পাশের ঝোপের মধ্যে। তারপর কোমড় থেকে খুলে ফেললেন চামড়ার মোটা বেল্ট এবং ঢোলা খাকি পাতলুনটাও।
প্রকৃতির অবারিত আকর্ষণে সাহেব নিজের উদ্ধত পৌরুষাস্ত্র আস্ফালিত করে দ্রুত এগিয়ে গেলেন সর্বনাশের দিকে…
শেষ.
পশু-পাখিরা জঙ্গলকে চেনে। তাই তারা কখনও এই ঝরণায় জল খেতে আসে না। এই ঝরণার জলের রং লালচে; অনেকটা যেন শুকিয়ে আসা ঘন রক্তের মতো!
সেই ঝরণাতলায় এখন এক অপরিচিত শ্বেতাঙ্গ পুরুষের লাশ পড়ে রয়েছে। উর্ধাঙ্গে বসন কিছু থাকলেও, মৃতদেহটির কোটিদেশ সম্পূর্ণ বিমুক্ত ও ক্ষতবিক্ষত। কেউ যেন মরবার আগেই পুরুষটির শিশ্ন সহ অণ্ডকোশ দুটি প্রবল হিংস্রতায় কামড়ে ছিন্নভিন্ন করে দিয়ে গিয়েছে…
প্রকৃতিতে এখন সন্ধ্যা নামছে। পশ্চিম দিগন্তে লেগে রয়েছে বিক্ষিপ্ত রক্তের মতো কিছু দাগ।
ক্রমশ জেগে উঠছে জঙ্গলের নিশাচরেরা।
আরেকটু পরে চাঁদ উঠবে। পূর্ণিমার জ্যোৎস্নায় প্লাবিত হয়ে যাবে অভিশপ্ত সেই ঝরণাতলা।
তখন আবার কোনও শিকারি-পথিক পথভুল করলেই ঝর্ণাতলায় দেখতে পাবে স্নানরতা সেই নগ্নিকা কূহকিনীকে!


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)
![[Image: IMG-20241001-072115.jpg]](https://i.ibb.co/7jZQY9h/IMG-20241001-072115.jpg)
