04-10-2025, 12:33 AM
(04-10-2025, 12:09 AM)nusrattashnim Wrote: গল্পটা পড়া শুরু করলাম। দারুণ লাগছে। আশা করি শেষ করবেন। সামনে এগুতে এগুতে মন্তব্য অবশ্যই আপনাকে জানাবো। আর একটা PM করেছিলাম। কাইন্ডলি একটু সময় করে যদি দেখতেন।
আপনার পিএম সম্পর্কে কিছু বলার নেই আমার।
যার কাছ থেকে গল্পটা নিয়েছিলাম, সে বলেছে নিজেই পোস্ট করবে, সুতরাং আমি শুধু সরে দাঁড়িয়েছি।
দুঃখিত আর্যা, মেসেজ না করা কারণে। তবে আমার মনে হয়েচ্ছে মেসেজ না করাই ভালো হবে, যেহেতু গল্পটা পোস্ট হবে। থ্যাঙ্ক ইউ ❤️