26-09-2025, 06:32 AM
(25-09-2025, 12:35 PM)Manali Basu Wrote: আমার লেখা থেকে অনুপ্রাণিত হয়ে যদি কেউ কিছু লিখতো তাহলে আমার আপত্তির কোনো জায়গা থাকতো না, কারণ এটা আগেও আমার অনেক গুণমুগ্ধ পাঠক করার চেষ্টা করেছে। সমস্যা হল আমার কনসেপ্টটা কে distort করতে ইচ্ছাকৃতভাবে আমার গল্পের চরিত্রগুলোকে টুইস্ট করে লিখে গল্পের মানহানি ঘটানোটা একপ্রকার অপরাধ। সেই ক্ষেত্রে নিশ্চই একজন রাইটার তার সৃষ্টির উপর লেখস্বত্ব দাবি করতে পারে। কিন্তু এই ফোরামে সেটার লেশমাত্র নেই। আমি অনেকদিন আগে বলেছিলাম একজন bengali moderator প্রয়োজন। Sarit কে কমপ্লেইন করেছিলাম, Sarit সাধারণত আমাকে রিপ্লাই করে, কিন্তু এই বিষয়ে ম্যাসেজ সীন করেও মৌনব্রত ধারণ করেছে।
আমি তাই Henry বাবুর ফোরাম ছেড়ে যাওয়াকে সমর্থনই করি, কিন্তু তাঁর লেখা একেবারে ছেড়ে দেওয়ার সিদ্ধান্তটা কে সমর্থন করিনা।
যাই হোক, আমার যা বলার আমি বললাম। আমার তরফ থেকে আমার সকল পাঠকদেরকে শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা রইলো। আশা করবো পুজোতে আর অত বৃষ্টি না হোক, এবং সকলে পুজো খুব আনন্দে কাটাক।
হেনরি দা লেজ গুটিয়ে পালিয়ে গিয়ে, আমার মতে মোটেও ভালো করেননি। নিজের দূর্বলতা প্রকাশ করেছেন মাত্র। এমনটা নতুন আনারি লেখক হলে মানা যেত। কিন্তু ওনার মত লেখক যার লেখা পোস্ট করতেই হাজারো মানুষ পড়তে আসে- তার কাছ থেকে এমন দুর্বল ব্যবহার আশা করিনি। কথাগুলো কড়া লাগতে পারে, কিন্তু এটাই সত্য।
আর যদি বলেন বাংলা মডারেটর- ওটা শুধুই হতাশা। আমার মনে হয় তারা আছে, কিন্তু অন্যভাবে একটিভ, মডারেটর হিসেবে নয়। তবে এই অবস্থা পরিবর্তন করতে চাইলে, আপনি একা চেঁচিয়ে কিছুই করতে পারবেন না। এখানে অনেক কিছু আছে! কিন্তু ওই - ঐক্যবদ্ধতা মোটেও নেই।

(25-09-2025, 03:00 AM)ray.rowdy Wrote:তুমিও পারো!!! তোমার লেখার মধ্যে এমন কিছু রয়েছে বলেই করছে; নাহলে মৌলিক কিছু নিয়ে লেখার চেষ্টা করতো। এরকম করে তোমার লেখার মৌলিকত্বকেই মুখোশের আড়ালে প্রচার করছে। করতে দাও, ভালো করছে। অন্ততঃ অন্যের thread এ গিয়ে অযথা মন্তব্য না করে কিছু লেখালেখির চেষ্টা করছে; শতগুণে ভালো। তুমি তোমার মতো করে লিখে যাও। আরো একটা বলতে চাই, অল্পেতেই উত্তেজিত হইও না বা আঁতে নিও না। henry দাকেও দেখলাম। অল্প কিছুতেই তোমরা মনে নিয়ে নাও।
একদম মনের কথা বলেছেন দাদা। একজনের লেখা থেকে অনুপ্রাণিত হয়ে , কিছু লিখলে সমস্যা কোথায় হবে কেন? আমি নিজেও তো কত লেখকের লেখা পড়ে আইডিয়া পাবার চেষ্টা করি।