02-08-2025, 12:35 AM
(26-07-2025, 12:11 PM)Monika Rani Monika Wrote: আপনার তুলনা আপনি নিজেই, বরাবরের মতই অসাধারণ । আপনার লেখার ধারে আপনি হাজার পাঠকের মন জয় করে নিয়েছেন । সামনে কি হবে তা দেখার অধীর আগ্রহে বসে আছি, মনে হচ্ছে চোখের সামনে সব কিছু ঘটতেছে । সব সময় মনে রাখবেন শত শত পাঠক আপনার সাথে ২ বছরের অধিক সময় ধরে আপনার সাথেই আছে, পাঠকদের সাথে আপনার আত্মার সম্পর্ক গড়ে ওঠেছে , যেটা আপনি ভালো ভাবেই অবগত । টিকে থাকুক আপনার প্রতি সম্মান ও ভালোবাসা ।নুসাইবার ইচ্ছাতে মাহফুজের সাথে কিছু হোক বস আগামী পর্বে????
পাঠকরা দীর্ঘ সময় ধরে আমার সাথে আছে এটাতে আমি কৃতজ্ঞ। অন্য অনেক ক্ষেত্রে পাঠকরা যতটা বিরক্তি প্রকাশ করে সেই তুলনায় আমি সৌভাগ্যবান। এই জন্য ব্যক্তি জীবনের সব ব্যস্ততার মাঝে ফিরে আসি। যত কষ্ট হোক সময় বের করি। যদিও মাঝে মাঝে তিন চার মাস পর্যন্ত গ্যাপ পড়ে যায়। তাও পাঠকদের ভালবাসার কারণে ঠিক ঠাক ফিরে আসতে হয়।