|
|
Porinita's Most Liked Post |
Post Subject |
Numbers of Likes |
RE: বিধাতার চাওয়া বোধহয় এমন ই ছিল |
2 |
|
Post Message |
কোলকাতার কোন এক মফস্বল একটা এলাকা। নাম জোদপুর....
ব্যানার্জী বংশ। বংশ প্রমপরায় এই এলাকার জমিদার ছিল। কালের বির্বতনে জমিদারী প্রথা আজ বিলুপ্ত। তবুও ব্যানার্জী বংশ আজও আছে স্বমহিমায়। বংশগত ভাবেই আজও তারা বিত্তবান। সূদুর কোলকাতা থেকেও জোদপুরের ব্যানার্জী বাড়ি বলে মানুষ চেনে।
"ব্যানার্জী মহল" কে রাজমহল ই বলা চলে...! জমিদারী প্রথা না থাকলেও "ব্যানার্জী মহল" এর আয়তন ১০০ বিঘার কম নয়! যুগের সাথে তাল মিলিয়ে কোন কিছুর কমতি নেই "ব্যানার্জী মহল" এর অভ্যন্তরে....! "ব্যানার্জী মহল" এর চারপাশ সীমানা প্রাচীর এর উপর তাঁরকাটায় ঘেরা।
প্রধান ভবন টা ১০ তলা! ১০,০০০ স্কয়ার ফিট আয়তন! কি নেই তার ভিতরে....! ভবনের নিচে রয়েছে ২ টা বেজমেন্ট, যা শুধুমাত্র গাড়ি গ্যারেজ এর জন্য নির্ধারিত...! বেজমেন্ট এর নিচে কল্পনাতীত ধন-ভান্ডার রয়েছে বলে লোকমুখে প্রচলিত আছে, তবে তার সঠিক সন্ধান শুধুমাত্র ব্যানার্জী পরিবারের প্রধান র্কতাব্যাক্তি ই জানেন....। প্রসাদের ভিতরে রয়েছে- সুমিংপুল, মুভি থিয়েটার থেকে শুরু করে আধুনিক আমোদ-প্রমোদের সকল সুবিধাসহ প্রয়োজনীয় নাম না জানা অনেক কিছুই যা গল্পের প্রয়োজনে একে একে জানতে পারব.....
প্রাসাদ এর বাইরেও রয়েছে কৃত্রিম ঝরনা, জলদিঘী থেকে শুরু করে সব কিছুই....
"ব্যানার্জী মহল" এর চাকর-বাকর ও অনান্য কর্মচারীদের থাকার জন্য রয়েছে আলাদা ব্যাবস্থা, তা অবশ্য প্রধান প্রাসাদ এর বাইরে...
অত্র এরিয়ার ডিসি, এসপি থেকে শুরু করে সাধারণ জনগন পর্যন্ত এই বাড়ির সবাইকে সমীহ, সম্মান ও শ্রদ্ধার চোখে দেখে। এই সময়েই ও "ব্যানার্জী" রা দয়াপরায়ণ বলে খ্যাত...। আদিকাল থেকেই কোনো অনিয়ম চোখে পড়েনি এই মহলে, আদিকাল থেকেই সকলেই ছিলেন রাশভারী প্রকৃতির , খুবই নিয়মতান্ত্রিক ধরনের।
বর্তমান সময়েও এর কোন ব্যতিক্রম ঘটে না....
এখন "ব্যানার্জী মহল" এর কর্তা- কমলেশ ব্যানার্জী। বয়স ৬০ এর মত। স্ত্রী বিমলা, বয়স ৫০। এই দম্পতির আছে শুধুমাত্র ২ টা ছেলে....!
বড় ছেলে- বিমল ব্যানার্জী, বয়স ২৮। বংশীয় ব্যাবসা-বানিজ্য দেখাশোনা করে। ছোট ছেলে- অখিলেশ ব্যানার্জী (অমিত), সবেমাত্র ২১ এ পা দিল। মুম্বাই এর নাম করা বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিয়ারিং পড়তেছে, এ বছর ই শেষ হবে। ৪ জনের এই পরিবার একে অপরের প্রাণ বলা চলে...
যদিও প্রত্যেকেই অত্যন্ত ব্যাক্তিত্ব সর্ম্পূণ....।
কমলেশ ব্যানার্জীর ইচ্ছে খুব তাড়াতাড়ি দেখেশুনে ধুমধাম করে বিমল কে এবার বিয়ে দিবেন.... |
|