31-07-2025, 08:17 AM
(This post was last modified: 31-07-2025, 08:35 AM by Mprit. Edited 1 time in total. Edited 1 time in total.)
(31-07-2025, 03:47 AM)alex2023 Wrote: কাদের ভাইয়ের গল্পগুলি ধর তক্তা পার পেরেক টাইপের মনে হয় নাই একদম।
এখন পর্যন্ত গল্পে বাস্তবতা কিছুটা বজায় আছে।
সব পেলে তো নষ্ট জীবন।
কিছু কিছু না পাওয়া টাই জীবনের সৌন্দর্য।
আশা করি কাদের ভাই ব্যাপারটা বুঝতে পারবে।
দাদা আমার কমেন্ট দেখে কি মনে হয়, আমি ধর তক্তা মার পেরেক ধরনের গল্প পছন্দ করি? আমরা পাঠকরা অনেক কিছু পাওয়ার আশায় থাকি। কিন্তু স্রষ্টা তার সৃষ্টিকে যেদিকে নিয়ে যাবে পাঠকও সেদিকেই যাবে।
আর এটা কোন সাধারন গল্প নয় এটা একটা উপন্যাস। উপন্যাসে একটা কাল খণ্ড জুড়ে কিছু চরিত্রের জীবনযাপনের টানাপোড়েনের মাধ্যমে একটি চিত্র আঁকা হয়। লেখকের তুলি সেই চিত্রে কি রং ভরবে সেটা তার শৈল্পিক স্বাধীনতা।
শেষে একটা কথা বলি, এ জগতে চার দেয়ালের মধ্যে এমন অনেক কিছুই ঘটে যা অবাস্তব। এ পৃথিবী বরই বিচিত্র বন্ধু।