29-07-2025, 07:02 PM
হৃদয়ের গভীরে স্পর্শ করে গেল এই অধ্যায়
যেন কোনো জাদুর পরশে, শমিষ্ঠার আবির্ভাব গল্পের ক্যানভাসে এনেছে নতুন রঙের ছোঁয়া। স্বপ্নের চেয়েও সুন্দর, কল্পনার সীমানা ছাড়িয়ে এক অভাবনীয় মোড় নিয়েছে কাহিনীর স্রোত।
ভবিষ্যৎ নিয়ে মনে জাগে হাজার প্রশ্ন, প্রতিটি পাতা উল্টানোর অপেক্ষায় থাকি নিমগ্ন। লেখকের কলমে যেন জীবন্ত হয়ে ওঠে প্রতিটি চরিত্র, আর আসন্ন অধ্যায়গুলো নিশ্চয়ই ছাপিয়ে যাবে সকল প্রত্যাশা।
অধীর আগ্রহে প্রতীক্ষমান পরবর্তী সুরের জন্য...