Thread Rating:
  • 315 Vote(s) - 3.18 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Misc. Erotica অঘটনঘটন পটিয়সী (নতুন আপডেট ৩৬)
কাদের ভাই, বরাবরের মতোই অসাধারণ আপডেট। মাঝেমধ্যেই এসে ঢু মেরে যাই আপডেট দিয়েছেন কি না চেক করতে৷ অবশেষে ব্যস্ততার মাঝেও আপডেট দিয়েছেন। বরাবরের মতোই অসাধারণ সুখপাঠ্য। বুঝতে পারছি যে এই দীর্ঘ লেখাটা অন্তিম পরিণতির কাছাকাছি চলে এসেছে। আপনার লেখার একজন গুণমুগ্ধ পাঠক হিসেবে একটু স্বাধীনতা নিয়ে মন্তব্য করতে চাই। আমি জানি প্রত্যেক লেখকেরই নিজস্ব একটা গন্তব্য থাকে, একেবারে ধরাবাঁধা না হলেও মোটের উপর একটা ধারণা থাকে কোথায় গিয়ে এই গল্পের গাড়িটা থামতে পারে। সভ্য পাঠক হিসেবে এই জার্নিটা উপভোগ করাই আমাদের কাজ। এখানে লেখককে কোন অযাচিত উপদেশ, পরামর্শ দিতে যাওয়া পাঠককে মানায় না। আমি কেবল নিজের কিছু অপূর্ণতার কথা সংক্ষেপে বলে যাই,

১] এই পর্বে সাফিনা যখন কলেজে মারামারিতে আটকা পড়ে গিয়েছিলেন, তখন একটু নড়েচড়ে বসেছিলাম। ওনার মতো একজন রমণীর প্রতি ওনার ছাত্র, কলিগদের আকর্ষণ থাকা স্বাভাবিক। আর সাফিনাকে ওমন অবস্থায় পেয়ে ওনার কর্মচারীরা, বিশেষত ওনার কলেজ পড়ুতা টগবগে তরুণ ছাত্রদের একেবারে ভেজিটেবল আচরণ খুব হতাশ করেছে। মনে হয়েছে আপনি এই জায়গাটায় খুব দ্রুত পার হয়ে চলে গেছেন।

২] মেয়েরা যার কাছে শারীরীক সুখ পায়, তার উপর একটা অধিকার অনুভব করে। সাবরিনা ও নুসাইবার যতই গিলটি ফিলিংস থাকুক, তারা এত সহজে মাহফুজকে যেতে দিলো দেখে একটু খটকা লাগছে। যদিও সামনের পর্বগুলোয় কি আছে জানি না। তারপরেও জানিয়ে রাখলাম। সিনথিয়ার অধিকারে মাহফুজকে দেখে সাবরিনা ও নুসাইবার রেসপন্স একটু বেশি ব্লান্ট মনে হয়েছে এই পর্বে।

৩] সাবরিনা ও নুসাইবা যে একে অপরের ব্যাপারে মাহফুজের নিয়ে সন্দিহান হয়নি এতে অবাক হয়েছি। বিশেষত নুসাইবা যেমন চালাক মহিলা, ওনার পক্ষে কিছু একটা সন্দেহ করা স্বাভাবিক ছিলো। পরবর্তীতে ওদের দুজনের ভিতরে মাহফুজ রিলেটেড কোন সন্ধি হতে পারতো কি না।

৪] মুন্সিকে ফিরতে দেখে ভালো লেগেছে। এইটা একটা দারুণ চরিত্র। সাফিনা করিমের একজন টিনএজ ভক্ত ছিলো। ও ধুম করে হারিয়ে গেল। ঐ চরিত্রটা কী ফেরার সম্ভাবনা আছে?

এই পর্বের সবচেয়ে দুর্দান্ত যেই ব্যাপারটা আমার কাছে মনে হয়েছে সেটা হলো সিনথিয়ার রূপান্তর। ওকে যেভাবে ধীরে ধীরে গড়ে তুলেছেন সেটা অনন্য, অসাধারণ, মাস্টার স্ট্রোক। মনে মনে ভাবছি যে সিনথিয়া যেভাবে পাপেট মাস্টারের মতো দক্ষ হাতে শর্মিষ্ঠাকে মাহফুজের কাছে ধরিয়ে দিলো, ওকে দিয়ে ওর মা সাফিনা করিমকেও কী একই সিচুয়েশনে ফেলা সম্ভব? বিয়ের পরে হোটেলে সেক্স টকের সময়েও সিনথিয়া নিজের বোন, ফুফুর ব্যাপারে যতটা এক্সেপ্টিং ছিলো, মায়ের নাম আসলেই একটু দ্বিধান্বিত হয়ে পড়তো। এই সুক্ষ্ম মেন্টাল টানা পোড়েনটা খুব দক্ষভাবে দেখিয়েছেন কাদের ভাই। আমি ব্যক্তিগতভাবে এই টানাপোড়েনের শেষ পরিণতি দেখতে আগ্রহ নিয়ে অপেক্ষা করছি। মাহফুজ সাফিনাকে কীভাবে জয় করে তার চেয়ে সিন্থিয়া কীভাবে নিজের মায়ের পরিণতিকে গ্রহণ করে সেটাই আমার কাছে বেশি আগ্রহের বিষয়। অবশ্য সিন্থিয়া তো এখন পর্যন্ত সাবরিনা, নুসাইবার সঙ্গে মাহফুজের অভিজ্ঞতার কথা কিছুই জানে না। এনিওয়ে, আপনার জন্য শুভকামনা কাদের ভাই। এই অজ্ঞ পাঠকের অতি উৎসাহী মন্তব্যকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর দ্রুত পরবর্তী আপডেট দিয়ে আমাদের অতৃপ্ত পাঠক হৃদয়কে শান্ত করবেন এই প্রত্যাশা করি।
[+] 3 users Like শূন্যপুরাণ's post
Like Reply


Messages In This Thread
RE: অঘটনঘটন পটিয়সী (নতুন আপডেট ৩৬) - by শূন্যপুরাণ - 28-07-2025, 02:42 AM



Users browsing this thread: 3 Guest(s)