27-07-2025, 05:44 AM
(25-07-2025, 04:45 PM)কাদের Wrote: আপডেট আগের পৃষ্ঠায়। অনেকদিন পর লেখা দিলাম। ব্যস্ততার জন্য বেশি লিখতে পারি না আজকাল। তাও যারা ধৈর্য্য ধরে অপেক্ষা করেন তাদের কে ধন্যবাদ। গল্পটার তিন টা ভিন্ন ভিন্ন ভাগ ছিল। শেষ ভাগে ঢুকেছে। আপনাদের কেমন লাগল পড়ে জানাবেন অবশ্যই মন্তব্যে। কারণ মন্তব্য গুলো আসলে আমাকে বুঝতে সহায়তা করে আপনারা কে কিভাবে গল্প কে নিচ্ছেন, গল্পের চরিত্র গুলো কে কিভাবে চিন্তা করছেন। আর সাথে লাইক রেপু দিয়ে যাবেন। এই অকালের বাজারে এইটুকু সম্বল লেখকের জন্য।
এতদিন বিনা একাউন্ট থেকে পড়তাম, শুধু মাত্র আপনার এই লেখাটা পড়ে এতটাই মুগ্ধ, আজ একাউন্ট বানিয়ে কমেন্ট করলাম প্রথমবার, রেপু টা কি ঠিক জানি না তবে জেনে নিশ্চয়ই দেবো,
আজকের আপডেট পড়ে মনে হলো আপনি একটু তাড়াতাড়ি করছেন ঘটনাক্রম নিয়ে, এই জন্য আপনাকে বললাম কারন বিগত ৩৫ টি আপডেট ছিল আপনার ভাষায় স্লো-বার্ন, যেটা আপনার রচনা কে অন্যদের থেকে অনেক এগিয়ে রাখে এবং অনবদ্য করে তোলে,
যদিও লেখক হিসেবে এটা আপনার স্বাধীনতা, আপনি কিভাবে রচনা করবেন, একজন পাঠক হিসেবে যদি বেশি বলে থাকি মার্জনা করবেন,
একটি মন্তব্য দেখলাম আপনি বলেছেন, উপন্যাস তার তৃতীয় তথা শেষ ধাপে পৌঁছে গেছে, একটা আবদার দয়া করে গল্পটা দীর্ঘায়িত করুন, আর সম্ভব হলে সিনথিয়া, সাবরিনা, মাহফুজ একসাথে থ্রীসাম প্লিজ।
অসংখ্য ধন্যবাদ আপনাকে