19-07-2025, 06:06 AM
(18-07-2025, 12:38 AM)Shuhasini22 Wrote: আবার প্রথম থেকে পরতেছি ভাই ২ বছর আগের সব পড়ে মজাটাই আলাদা। মনে হচ্ছে ঢাকায় বাস্তবে এই সব হয়েছে।
আপনি বলার পর খেয়াল হলো প্রায় দুই বছর হয়ে গেছে শুরুর। যতটা সময় লাগবে ভেবেছিলাম তার থেকে অনেক বেশি লাগছে। সব ব্যস্ততা মিলিয়ে গল্পের পিছনে অত বেশি সময় দিতে পারি না আজকাল। তবে এর থেকে দীর্ঘ আর কতটা বাংলা ইরোটিক গল্প আছে আমি শিওর না। গল্প তার তিন ধাপের শেষ ধাপে প্রবেশ করেছে। দেখি এই ধাপ কতদিনের মাঝে শেষ করে দিতে পারি। আর নতুন করে পুরাতন জিনিস পড়তে কেমন লাগে?