10-06-2025, 08:59 PM
(10-06-2025, 08:17 PM)KK001 Wrote: সীমানা যদি থাকতেই হয় তবে সেটা নিজের থাকা উচিৎ বলে আমার মনে হয় । আমরা সকলে যদি নিজের একটা সীমানা তৈরি করি এবং সেই সীমানার বাইরে যদি না যাই তাহলেই ল্যাঠা চুকে গেলো। কে অজাচার লিখছে , কে কাকে কার কোলে তুলছে , কে মধ্যযুগীয় রীতিনীতি কে পিঠ থাবড়ে বাহবা দিচ্ছে , অথবা কে সেক্স কে প্রতিশোধের মাধ্যম হিশেবে ব্যাবহার করছে নিজের সীমানা পেরিয়ে অগুলো না দেখলেই হয় । আর দেখেই যদি ফেলো তবে চুপটি করে বসে থাকো , কারন ওইসব সে নিজের এবং এই ফোরামের নির্ধারিত সীমার মাঝেই করছে । ওখানে তোমার নাক গলানোর দরকার কি হে ?
কিন্তু না আমরা তা করবো না , আমরা অন্যের সীমানায় নাক ঢোকাবো , তারপর নিজের সহ্য সীমার বাইরের কোন গন্ধ এসে নাক ঝলসে দিলে হাউমাউ করে দুনিয়া মাথায় তুলবো । এই ফোরাম সুস্পষ্ট ভাবে নিজের সীমা জানিয়ে দিয়েছে । তাই ফোরামের সীমার মাঝে যে যা ইচ্ছা তাই লিখতে পারে । পাঠক হিশেবে যদি আমরা নিজের সীমানা বুঝতে পারি তাহলেই সব কিছুর মীমাংসা সম্ভব বলে আমার মনে হয়।
একদম একমত,তবে মাঝেমধ্যে সেই সীমানা আঙ্গুল তুলে দেখিয়ে দিতে হয়,কারণ অধিকাংশ বাঙালি চোখ থাকতে অন্ধ। বিষয়বস্তু যেখানে সমান সমান, যেখানে একপেশে মতামত বিরক্তিকর।