10-05-2025, 08:43 AM
(09-05-2025, 06:52 AM)Alvarezthed Wrote: কেন যেন মনে হচ্ছে এবার গল্পে ক্লাইম্যাক্স আসবে!! সিনথিয়া মাহফুজের রোমে এসে অন্য কিছু দেখবে তা দেখার জন্য ও প্রস্তুত ছিল না!! সেটা কি সাবরিনা? নাকি গল্প সহজাত ভঙ্গিমায় এগিয়ে যাবে?এই গল্প নিয়ে টেলিগ্রাম গ্রুপ আছে? দোয়া করে অ্যাড দিন।
আর তা হলে সিনথিয়া কবে জানতে পারবে সাবরিনা,নুসাইবা র সম্পর্ক? আর জানার পর রিয়েকশন কেমনে হবে!! যদিও আমরা জানি সিনথিয়া ফ্যান্টাসি আর অনেক ডার্ক আর ইরোটিক।কিন্তু ও কি মেনে নিতে পারবে??
অনেক প্রশ্ন জমে গেছে।মনে করেছিলাম নুসাইবা মাহফুজের আয়ত্তের বাইরে চলে যাচ্ছে কিন্তু গল্প কয়েকবার পুনরায় পড়ার পর মনে হল মাহফুজ এর আয়ত্তের বাইরে কেউ নয়।ও যেভাবে আভাস দিয়ে বলেছিল নুসাইবাকে যদি সে না যায় তাহলেই হবে না কারণ মাহফুজের তরফ থেকে কোন বাঁধা নেই।
লেখককে ধন্যবাদ। দীর্ঘদিন অপেক্ষার পর মনের আশা কিছুটা হলেও মিটল।আশা করি ব্যস্ততা কাটিয়ে আবার আবার আপনার সময়-সুযোগমত আপডেট পাওয়া যাবে।এর সাথে অনুরোধ আপডেট দিতে দেরী হলেও আশা করি টেলিগ্রাম গ্রুপে মাঝে মাঝে গল্পের জন্য আসবেন।আপনার সুস্থতা কামনা করি।