10-05-2025, 04:15 AM
(08-05-2025, 11:04 AM)কাদের Wrote: চার বা সাড়ে চার মাস পর আপডেট দিলাম। কর্মজীবনের ব্যস্ততা বেড়েছে অনেক। সামনে আর কিছুদিন এমন ব্যস্ত থাকার সম্ভাবনা আছে। তাই চাইলেও নিয়মিত আপডেট দিতে পারছি না। জানি অনেক পাঠক বিরক্ত হচ্ছেন, অনেকে গল্প পড়া ছেড়ে দিয়েছেন তবু কিছু করতে পারছি না জীবিকার টানে। গল্প লেখাটা প্যাশন তাই ব্যস্ততার মাঝেও চলবে যখন যতটুকু সময় পাই তাই নিয়ে। নিজে যেহেতু নিয়মিত আপডেট দিতে পারছি না তাই পাঠকদের কাছ থেকে অনেক কিছু আশা করা উচিত হবে না। তারপরেও যদি এত কিছুর পর গল্পের সাথে থাকেন তাহলে গল্পের ভাল মন্দ নিয়ে দুই এক কথা বলে যাবেন আশা করি।
ভাই অনেক ধন্যবাদ আপডেট দেয়ার জন্য।আপনার লেখার হাত অনেক ভালো, বরাবরের মত এবারও দুর্দান্ত আপডেট।