01-05-2025, 03:44 PM
দাদা গল্প ভিন্ন হলেও একটা বিষয়ে আমি সাদৃশ্য লক্ষ্য করেছি। দাদা আপনার প্রায় প্রতিটা গল্পের নায়কদের পরিশেষে শিক্ষিত করে সাবলম্বি করে তুলেছেন(ভোদাইয়ের ভূদর্শন, ছাইচাপা আগুন, পরাভৃত,কোন কূলে যে ভিরল তরী সবই এক একটা মাস্টারপিস্)।হয়ত আপনি পাঠক দের বুঝাতে চাইছেন পড়ালেখাই জীবনে সফলতার চাবিকাঠি, আপনার গল্পে রয়েছে বাস্তবিক জীবনের সংগ্রাম। আর সব চেয়ে যেটা গুরুত্বপূর্ন আপনি আপনার গল্পের মাধ্যমে মানুষের চারিত্রিক গুনাবলি গঠনের শিক্ষা দেন এজন্য আপনাকে শতশত প্রনাম ও ভালোবাসা, ভালো থাকবেন সতত সর্বদা।