26-04-2025, 09:51 PM
(26-04-2025, 12:40 AM)ray.rowdy Wrote:খুবই দুর্ভাগ্যজনক যে তোমার thread গুলোর একটিও এখনো approve হয়নি। এ হয়রানির কম নয়। তবু, তোমার নতুন গল্পের ভূমিকাটা তো দেখতে পেলাম। নিশ্চিত যে আরো একটি জমজমাট গল্প পেতে চলেছি। শুভেচ্ছা রইলো।
আর হ্যাঁ, তোমার 'কাঁচের স্বর্গ' এই শীর্ষকটা অনেক বেশী কাব্যিক ছিলো, অনেক সুন্দর ছিলো - 'তার ছিঁড়ে গেছে' থেকে অনেক অনেক গুণে বেশী। 'তার ছিঁড়ে গেছে' এই নামটা কেমন যেন বখাটে ছেলে-ছোকরাদের মুখের কথার মতো শোনায়। যেহেতু তুমি লেখক, নিশ্চয় তুমি কিছু ভেবেই এই দ্বিতীয় নামটাও প্রথমটার সমগোত্রে নিয়ে এসেছো। দেখা যাক। আর হ্যাঁ, গল্পের শীর্ষক মানে thread এর নাম যে কোনো সময়ে পাল্টানো যায়।
আবারও শুভেচ্ছা রইলো। আশা রাখি, খুব শীঘ্রই তোমার thread গুলো approve হয়ে যাবে।
"আমার যে দিন ভেসে গেছে", রবীন্দ্রনাথের এই গানটার থেকে লাইন টা নিয়েছি দাদা। আগের নামটা approve হয়নি দেখে নাম বদলাতে গিয়ে এই লাইন টা মাথায় এসেছিল।


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)