24-04-2025, 11:29 PM
(24-04-2025, 10:29 PM)বহুরূপী Wrote: ব্যক্তিগত পছন্দ অপছন্দ আসতে গেল তো বাঙালি মডারেটর থাকতে হবে,এখানে সেটাই তো নেই।
(আছে তবে একদম চুপসে গেছে বোধহয়) তবে আপনি ভাই একটু বেশিই কল্পনাপ্রবণ।
আপনি কি লিখেছেন তা দেখে সমস্যা নির্ধারণ করে আপনার পোস্ট এপ্রুভ করাতে পারতাম।
তাছাড়া পোস্ট করার সহজ একটা উপায় আছে,তবে আমি সেটি পাবলিকলি বলবো না,তাই বলে ছিলাম যোগাযোগ করতে। পাবলিকালি এই সব নিয়ে আলোচনা সাইটের জন্য সমস্যা তৈরি করে। যাই হোক, আমি আগামীকাল থেকে কিছু দিন সাইটে থাকবো না,তবে হয়তো অন্য কেউ আপনাকে সাহায্য করতে পারে।❤️
ভাই আপনি বুঝেন নাই ব্যপারটা!?
উনে খুব সম্ভবত আপনাকে হালকাভাবে ধুয়ে দিয়েছেন। তাই আমি একটা উপদেশ দিই--- আগ বাড়িয়ে কাউকে সাহায্য করতে যাও উচিত নয় মোটেও। এর চেয়ে ভালো সাইটের চ্যাটিং বা মেসেজ অপশনটা উন্নত করার চেষ্টা করে দেখুন একবার। ওটা ঠিক হলে অনেকের মেসেজ করতে সুবিধা হয় আর কি।


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)