11 hours ago
(This post was last modified: 11 hours ago by prshma. Edited 1 time in total. Edited 1 time in total.)
(Today, 12:23 AM)Choton Wrote: আপনি, মোহময়বাবু-সহ অনেকেই (কয়েকজনের নাম বাদ গেলো, ক্ষমা চাইছি তাঁদের সবার কাছে) আবার লিখতে বলেছেন। আপনাদের ভালোবাসার এই অনুরোধ আমার কাছে নির্দেশ। একটা লেখা অনেকটা লিখেছি, নতুন thread e সেটা আজ রাত থেকেই দেবো। তবে আগের মতো পুরোটা দু তিন দিনে দিয়ে শেষ করব না। আগের লেখাটার মতো এটাতেও বেশ কিছুটা বাস্তব ঘটনা আছে। গল্পে সেক্স থাকলেও শুধু সেক্স এর জন্য লেখাটা নয়। তবে চরিত্রগুলো কে বদলাতে হয়েছে এবং সেটা অনেক কারণেই। জানি না, ভাল লাগবে কি না। পড়ে মতামত দেবেন। অনেক ধন্যবাদ সকলকে।
আপনি যে আমাদের অনুরোধে সাড়া দিয়ে আবার নতুন গল্প নিয়ে আসছেন তাতে আমরা আপনার লেখার অনুরাগীরা আপনাকে জানাই আন্তরিক ধন্যবাদ। আমি নিশ্চিত যে আপনার নতুন গল্পটি অত্যন্ত জনপ্রিয় হতে চলেছে আর সেটা বুঝতে পেরেই ওই বিকৃতমনস্ক লেখকের পোষ্য সারমেয়কুল আপনার গল্প শুরু হওয়ার আগে থেকেই আপনাকে আক্রমণ করতে শুরু করে দিয়েছে।
এই ফোরামে বর্তমানে সেই বিক্রিতমনস্ক লেখক ও আরেক হি'ন্দুবিরোধী লেখিকা ফাকা ময়দানে ছড়ি ঘোরাচ্ছেন তাই এই ফোরামে আপনার মত বলিষ্ঠ ও জনপ্রিয় একজন লেখকের আবির্ভাব তাদের বা তাদের পোষ্যদের ঠিক হজম হচ্ছে না। তাই আপনি এসব আবাল ছাবাল লোকের কথায় কর্ণপাত না করে আপনার অনুরাগী পাঠক ও পাঠিকাদের কথা মাথায় রেখে আপনার অসামান্য লেখা চালিয়ে যান।