13-04-2025, 04:19 AM
প্রথম লেখা বলতে পারো, কিন্তু শেষ বলোনা।
তুমি আরও লেখো....লিখতে থাকো....গতানুগতিক ধারার বাইরে গিয়ে তুমি লিখেছো, সম্মানিত পাঠক/পাঠিকারা সানন্দে সেটা পড়েছেন।
পাঠকদের তোমার লেখা থেকে বঞ্চিত করো না।
আমি এক্সবি জমানা থেকে ফোরামের সাথে আছি, গসিপেও ছিলাম,
আর এখন গসিপি তে এসে ঠেকেছি।
অতীতের আইডি গুলো নষ্ট হয়ে গেছে। বর্তমান আইডিটা একদমই নতুন।
এই ফোরামের শুরুর দিকে থেকে নিয়ে আজকের ডেট পর্যন্ত যত লেখক আছেন,
বিশেষ করে যাদের নাম তুমি উল্লেখ করেছো বা যাদের নাম মনে করতে পারোনি
বলে বাদ পড়েছে আমি বা আমরা সবাই তাদের লেখা পড়েই এতদিন ধরে এই ফোরামে কাটিয়ে দিয়েছি। তারা সবাই সম্মানিত ছিলেন, আছেন এবং থাকবেন এত কোন সন্দেহ নেই।
তারা যেমন হৃদয়ে জায়গা করে নিয়েছেন, ঠিক তুমিও তেমনি করেই হৃদয়ে জায়গা করে নিয়েছো।
তোমার কাছে ফোরামের সকল সম্মানিত পাঠক/পাঠিকাদের অনেক প্রত্যাশা।
তাই অনুরোধ রইলো লেখালেখি ছেড়ে দিওনা।
নিজের সমস্ত ব্যস্ততা, সকল কাজকর্মের ফাঁকে যখন অল্প একটু সময় মিলবে, আর আমাদের কথা মনে পড়বে, তখন আমাদের কথা ভেবে হলেও একটু লিখে যেও।
তোমার ও তোমার পরিবারের সকলের সর্বাঙ্গীণ মঙ্গল, সফলতা এবং সুস্থতা কামনা করি।
......মোহময় (১৩/০৪/২০২৫ ইং)
তুমি আরও লেখো....লিখতে থাকো....গতানুগতিক ধারার বাইরে গিয়ে তুমি লিখেছো, সম্মানিত পাঠক/পাঠিকারা সানন্দে সেটা পড়েছেন।
পাঠকদের তোমার লেখা থেকে বঞ্চিত করো না।
আমি এক্সবি জমানা থেকে ফোরামের সাথে আছি, গসিপেও ছিলাম,
আর এখন গসিপি তে এসে ঠেকেছি।
অতীতের আইডি গুলো নষ্ট হয়ে গেছে। বর্তমান আইডিটা একদমই নতুন।
এই ফোরামের শুরুর দিকে থেকে নিয়ে আজকের ডেট পর্যন্ত যত লেখক আছেন,
বিশেষ করে যাদের নাম তুমি উল্লেখ করেছো বা যাদের নাম মনে করতে পারোনি
বলে বাদ পড়েছে আমি বা আমরা সবাই তাদের লেখা পড়েই এতদিন ধরে এই ফোরামে কাটিয়ে দিয়েছি। তারা সবাই সম্মানিত ছিলেন, আছেন এবং থাকবেন এত কোন সন্দেহ নেই।
তারা যেমন হৃদয়ে জায়গা করে নিয়েছেন, ঠিক তুমিও তেমনি করেই হৃদয়ে জায়গা করে নিয়েছো।
তোমার কাছে ফোরামের সকল সম্মানিত পাঠক/পাঠিকাদের অনেক প্রত্যাশা।
তাই অনুরোধ রইলো লেখালেখি ছেড়ে দিওনা।
নিজের সমস্ত ব্যস্ততা, সকল কাজকর্মের ফাঁকে যখন অল্প একটু সময় মিলবে, আর আমাদের কথা মনে পড়বে, তখন আমাদের কথা ভেবে হলেও একটু লিখে যেও।
তোমার ও তোমার পরিবারের সকলের সর্বাঙ্গীণ মঙ্গল, সফলতা এবং সুস্থতা কামনা করি।
......মোহময় (১৩/০৪/২০২৫ ইং)


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)