12-04-2025, 01:58 PM
(11-04-2025, 07:47 PM)কাদের Wrote: আগের এক্সবি বা বর্তমান গসিপ কে তুলনা করলে স্পষ্ট বুঝা যায় যে গত দুই এক বছরে ম্যাসিভ আকারে পাঠক হারিয়েছে এই সাইট। এর বড় কারণ নতুন লেখক তেমন করে না আসা আর পুরাতন লেখকদের ইনএক্টীভ হয়ে যাওয়া। আর বেশি লেখক এবং পাঠক বান্ধব না করলে এই ট্রেন্ড চলতে থাকবে। ইন্সেস্ট কে আলাদা সেকশনে নিলেও আমার মতে সেই সেকশনে লগিন এর বাধ্যবাধকতা তুলে দেওয়া উচিত। আমাদের মনে রাখতে হবে বিভিন্ন রুচির পাঠক আছে এবং এক পাঠক আবার বিভিন্ন ধরনের গল্প পছন্দ করে। ফলে যত বেশি গল্পে সবার এক্সেস থাকবে তত বেশি পাঠক আসবে। আর লেখকরাও লেখায় বেশি উতসাহী হবে।
ভালো গল্প আর ভালো লেখকের খুবই অভাব প্রায় ৫ বছর ধরে এই সাইটে গল্প পড়ি। বাট এখন গল্পই পাওয়া যায় না ভালো কারণ বাবান,বুম্বা দা এরা আর গল্প লিখে না এদের মতন আরও অনেকে গল্প লিখেই না। আপনার লেখা বাদে এরকম কোয়ালিটি পায় না মেলা দিন। আপনিও ব্যস্ত মানুষ সব সময় আপডেট দিতে পারেন না। এই জন্য এই সাইটে বাংলা সেকশন প্রায় হারিয়ে যাচ্ছে। নিজেও বাংলা সেকশনে ঢুকা বন্ধ করে দিয়েছি কারণ ভালো গল্প নাই।


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)