08-04-2025, 10:06 AM
গতকাল দুপুরে একবার পোস্ট করেছিলাম একটা বড় লেখা এই ফোরামে দেবো বলে। সেই পোস্ট রাত দুটো অবধি না দেখে ফের একটা পোস্ট করি, ও গল্পটার তিনটে episode সঙ্গে পোস্ট করি। দুটো পোস্ট এর একটাও এখনও গ্রুপে দেখিনি। জানতে পারি কি, আমার ভুল বা অপরাধ কোথায়?