06-04-2025, 10:10 PM
(04-08-2023, 08:31 AM)sexybaba Wrote: আরশাদের বনানীর ব্যাপারটা রহস্যে থাকল। জানার অপেক্ষায় থাকলাম।
লেখকের লেখার ধরন নিয়ে সবার কাছে পরিচিত হয়েছেন। লেখকের কাছে দাবী থাকল তিনি যেন মূলধারার সাহিত্যেও কিছু লেখালেখি করেন। বর্তমান সময়ের বাস্তবতা এত নিখুঁতভাবে বর্ণনা করছেন যে তিনি মুললধারার সাহিত্যেও সাড়া জাগাতে পারবেন। রাজনীতির অলিগলি, সরকারী-বেসরকারী অফিসগুলোর কার্যকলাপ, শিক্ষাপ্রতিস্ঠানের কার্যক্রম, অপরাধ জগত সবমিলিয়ে দুর্দান্ত লেখা ক্ষমতা লেখকের আছে। লেখকের বড় গুণ প্রতিটা বিষয় বিস্তারিতভাবে উল্লেখ করা। বড় হলেও লেখা পড়তে মজা পাই।
এটা বিবেচনায় রাখবেন বলে বিশ্বাস করি।
Nice ?????❤️❤️❤️52 গ.