30-03-2025, 05:37 PM
(30-03-2025, 02:10 PM)Mamun@ Wrote: দাদা, আপনি আমার দৃষ্টিভঙ্গি বোঝেন নাই,বুঝলে এমন কমেন্ট করতেন না।
আমি এখানে এসে থেকে দেখছি কয়েকজনের ইনসেস্ট গল্প থাকছে মেইন ফোরামে। আবার কিছু লোকের গল্পগুলো পাঠানো হচ্ছে আলাদা জায়গায়। আমার প্রশ্ন হল -এমনটা কেন?
আমি বড় লেখক দের সম্মান দিতে মানা করবো না, কিন্তু যারা নতুন লিখি হঠাৎ জনপ্রিয়তা পায় তখনি দেখি গল্প আর মেইন ফোরামে নাই। সুতরাং আমার দৃষ্টিভঙ্গিতে নিয়ম যদি মানতেই হয়! তবে তা সবার জন্যে হবে এক, বড় ছোট বৈষম্য বীহিন। কিছু গল্প থাকবে এখানে আর কিছু গল্প হাবুডুবু খাবে কাঁদা জলে এ কেমন নিয়ম?
তাই বলেছি এখন সব ইনসেস্ট গল্প একত্রে আছে এটাই ভালো। যদি মেইন ফোরামে ইনসেস্ট গল্প আনতেই হয়,তবে সবার গল্প আনতে হবে। নইলে কারো নয়। আশা করি মাথায় সবটা পরিস্কার হয়েছে!?
চিন্তা ভাবনা ভালো ,তবে আমাদের সমস্যা জটিল। একত্রিত না হলে সমাধান মিলবে না।