27-02-2025, 01:46 AM
(26-02-2025, 07:40 AM)কাদের Wrote: এই সাপ্তাহে দেবার ইচ্ছা থাকলেও দিতে পারছি না গল্পটা। কখন দিতে পারব সেটাও আপাতত বলতে পারছি না কারণ সামনে কিছুদিন আমার শিডিউল চরম ব্যস্ততায় ভরা। আপনারা যারা ধৈর্য্য ধরে অপেক্ষা করছেন তাদের কাছে ক্ষমাপ্রার্থী। আর যারা টিটকারি দিচ্ছেন তাদের উদ্দ্যেশে বলব এইসব টিটকারি দিয়ে আপনার বা আমার কারো কোন লাভ হচ্ছে না, তাই এইসব কমেন্ট দয়া করে করবেন না। একশটা কাজ সামলে লিখতে হয়। আর গল্প এখন অনেকদূর এগিয়েছে, ফলে এখন এক পৃষ্ঠা লেখা আগের তুলনায় সময় সাপেক্ষ কারণ এখন এক পৃষ্ঠা লেখার পর আগের পর্ব গুলো মাঝে মাঝে চেক করে দেখতে হয় যাতে সেগুলোর সাথে অসামঞ্জস্য আছে এমন কোন কিছু গল্পে না থাকে। ফলে গল্প লেখার গতি আগের তুলনায় স্লো হয়ে গেছে স্বাভাবিক ভাবে।ভাই নিগেটিভ মন্তব্যগুলা ডিমোটিভেট করে সেটা মানি , কিন্তু আমরা যারা আপনাকে ভালোবেসে নিয়মিত ঢু মেরে যাই থ্রেডে তাদের কথা ভেবে প্লিজ ডিমোটিভেট হইয়েন না। আপনি ধীরে সুস্থে লিখেন; আমরা অপেক্ষা করতে রাজি আছি সমস্যা নাই ।। শুধু মাঝে মাঝে একটু দেখা দিয়ে এইটা নিশ্চিত কইরেন যে আপনি ঠিক আছেন।