05-02-2025, 01:56 AM
(This post was last modified: 05-02-2025, 02:25 AM by nusrattashnim. Edited 4 times in total. Edited 4 times in total.)
(05-02-2025, 01:01 AM)Nobody03 Wrote:
পূর্ণ সহমত পোষণ করলাম। নুসাইবা চরিত্রটা অন্যরকম বাদ বাকি সবার থেকে। ভেবেছিলাম হয়তো প্রেম, ভালবাসা বা ঈর্ষা দেখতে পাবো নুসাইবা আর মাহফুজের মধ্যে কিন্তু এমন কিছুই হবে না ভেবে হতাশ লাগছে ।
সহমত পোষণ করছি। তবে লেখক কোথাও বলেছেন কি যে, নুসাইবার চরিত্রের এখানেই সমাপ্তি? আমার ঠিক চোখে পড়েনি এমন কিছু। পাঠক হিসেবে আমার মনে হয়, কম করে হলেও নুসাইবা- আরশাদ এর ভবিষ্যৎ টা কী হয় এবং নুসাইবার মা না হবার পাজেল (আরশাদের অক্ষমতাই প্রকাশ পাবে, যদি নুসাইবা মাহফুজের সাথে ইন্টারকোর্সে কন্সিভ করে নাকি নুসাইবারই অক্ষমতা মা না হতে পারার{আমার ঘটে যতটুক জ্ঞান বুদ্ধি ধরে, তাতে মনে হয়নি এমনটা হবে গল্পটি পড়ে, কারণ একাধিক জায়গায় অপারগতার হিন্ট গুলো আরশাদ এর দিকেই উদ্দেশ্য করে দেয়া, পূর্বের একটি কমেন্টে যেটা আমি বিস্তারিত লিখেওছিলাম; পোস্ট নম্বর: #2691, নিম্নোক্ত লিংকটি সেই কমেন্টের।
অন্তত এই দুইটা জিনিস সমাধান করে নুসাইবাকে পর্দার পিছনে পাঠানো উচিত। অন্যথায়, দুই বছর পার হওয়া এত বড় গল্প নুসাইবাকে অসমাপ্ত রেখে সমাপ্তি টানলে, সত্যিই বোধহয় একটা অপূর্ণতা আর হতাশা থেকেই যাবে। বিশেষত, তাদের কাছে, যারা বাংলা ইরো সাহিত্যের অন্যতম শক্তিশালী নারী চরিত্র এই নুসাইবার বিশেষ গুনমুগ্ধ হয়ে কাদের ভাইয়ের লেখনীতে ডুবে ছিলাম। তবে সত্যি বলতে, আশঙ্কা যেমন আছে, ভয় যেমন আছে; তেমনি লেখকের উপর অগাধ বিশ্বাসটাও আছে। এত শ্রম আর সময় দিয়ে লেখা এই গল্প এর প্রতিটা বাঁকই লজিকালি সমাপ্ত করে, প্রতিটা ডটই কানেক্ট করে, প্রতিটা শূণ্যস্থানই পূরণ করে, তারপরই কাদের ভাই এই মাস্টারপিস গল্পটিকে শেষ করবেন বলে আমার আশা ও অনুমান এবং বিশ্বাস। এখন দেখা যাক, গুনী লেখক প্রিয় কাদের ভাইয়ের কলম কোথায় নিয়ে যায় আমাদের। সেই পর্যন্ত সেই কষ্টকর অপেক্ষা।