04-02-2025, 12:46 PM
আজকেও বিকেলের দিকে আমরা বের হয়েছিলাম। সিনথিয়া পড়ে ছিল জিনস আর টপস। পিছন থেকে যখন জড়িয়ে ধরে তখন পিঠের উপর যে নরম মোলায়েম অনুভূতিটা পাওয়া যায় সেটা অসাধারণ। এর উপর ঢাকায় ব্রেক কষার মত খানাখন্দ আর হঠাত করে রাস্তায় নেমে আসা লোকের অভাব নেই। তাই কয়েক মিনিট পর পর ব্রেক। আর তখনি পিঠে যেন একটা নরম তুলোর দলা ঠেসে আসে। সিনথিয়া পিছন থেকে হেসে হেসে কানের কাছে মুখ নিয়ে এসে বলে ইউ আর এ ডেভিল।
