01-02-2025, 04:12 AM
(01-02-2025, 02:17 AM)Choton Wrote: গফুরের তো কোনও দোষ নেই। বরং নিজের গর্ভজাত ছেলে সবটাই ধরে ফেলেছে এবং সেটা so called স্বামী ও মেয়েকে জানিয়ে নিজে practically চোখের সামনে আত্মহত্যা করেছে, এটাই সুচিত্রার সব চেয়ে বড় শাস্তি হবে। গফুরের মৃত্যু তো ওর কাছে মুক্তি বলা যায়। আবার ওর নিজে অসুস্থ হয়ে মরে গেলে সেটাও প্রায়শ্চিত্ত বলা যায়। বরং সব হারিয়ে জীবন্মৃত হয়ে গফুরের নীচে যখন শুতে বাধ্য হবে, তখন সেটা ওর সবচেয়ে বড় কাঁটা হয়ে যাবে। সারা জীবন ধরে দগ্ধ হয়ে বাঁচবে। মরতে চেয়েও পারবে না। এর চেয়ে বড় শাস্তি আর কী হতে পারে! ঘর বার সব হারানোর যন্ত্রণার মতো কিছু আছে নাকি! দেখা যাক, লেখক কী করেন, তাঁর হাতেই সব। আমি শুধু আমার ব্যক্তিগত অভিমত জানালাম।
কি জানি...! আমার তো মনে হচ্ছিল ছেলেটা ছাড়া বাকি সবগুলোই বিকৃত কাম বসনায় আসক্ত।
যা হোক ছেলেটার জন্যে ভালো কিছু হলেই শান্তি, বাকি সব রসাতলে যাকে।....
![Big Grin Big Grin](https://xossipy.com/images/smilies/biggrin.png)