27-01-2025, 08:39 PM
(This post was last modified: 27-01-2025, 08:56 PM by বহুরূপী. Edited 2 times in total. Edited 2 times in total.)
Jokhon Porbe na Mor Payer Chinho
Song by Lopamudra Mitra
যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে
আমি বাইব না...
আমি বাইব না মোর খেয়াতরী এই ঘাটে গো
যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে
চুকিয়ে দেব বেচা কেনা, মিটিয়ে দেব গো
মিটিয়ে দেব লেনা দেনা
বন্ধ হবে আনাগোনা এই হাটে
তখন আমায় নাইবা মনে রাখলে
তারার পানে চেয়ে চেয়ে
নাইবা আমায় ডাকলে
যখন জমবে ধুলা তানপুরাটার তারগুলায়
কাঁটালতা...
কাঁটালতা উঠবে ঘরের দ্বারগুলায়, আহা
যখন জমবে ধুলা তানপুরাটার তারগুলায়
ফুলের বাগান ঘন ঘাসের পরবে সজ্জা বনবাসের
শ্যাওলা এসে ঘিরবে দিঘির ধারগুলায়
তখন আমায় নাই বা মনে রাখলে
তারার পানে চেয়ে চেয়ে
নাইবা আমায় ডাকলে
তখন এমনি করে বাজবে বাঁশি এই নাটে
কাটবে, দিন কাটবে...
কাটবে গো দিন আজও যেমন দিন কাটে, আহা
এমনি করে বাজবে বাঁশি এই নাটে
ঘাটে ঘাটে খেয়ার তরী এমনি
এমনি সে দিন উঠবে ভরি
চরবে গোরু খেলবে রাখাল ঐ মাঠে
তখন আমায় নাই বা মনে রাখলে
তারার পানে চেয়ে চেয়ে
নাইবা আমায় ডাকলে
তখন কে বলে গো সেই প্রভাতে নেই আমি
সকল খেলায়...
সকল খেলায় করবে খেলা এই আমি, আহা
কে বলে গো সেই প্রভাতে নেই আমি
নতুন নামে ডাকবে মোরে বাঁধবে
বাঁধবে নতুন বাহু-ডোরে
আসব যাব চিরদিনের সেই আমি
তখন আমায় নাইবা মনে রাখলে
তারার পানে চেয়ে চেয়ে
নাইবা আমায় ডাকলে
যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে
আমি বাইব না...
আমি বাইব না মোর খেয়ারতরী এই ঘাটে গো
যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে