15-01-2025, 10:17 AM
(11-01-2025, 02:58 AM)RakimAman Wrote: অপেক্ষা ছিল, পুষিয়ে দিয়েছেন। অনবদ্য এককথায়। আরজি ২ টা_ জানি ব্যস্ততা আছে আপনার তবু চেষ্টা করবেন আপডেট দিতে মাঝে মাঝে, (গ্যাপ টা বেশি পড়লে গল্পের খেই টা হারিয়ে যায়) আর সাফিনা কে নিয়ে কিছু স্টোরি চাই মাহফুজের সাথে লাইক সাবরিনা, নুসাইবা। যদিও সম্পূর্ণ আপনার প্ল্যানেই গল্প আগাবে এবং আমরা আপনার প্ল্যানকেই রেস্পেক্ট করি, তবু পাঠক হিসেবে কিছু চরিত্রে টুইস্ট চাই, 'র' কিছু সিন চাই সাফিনার সাথে মাহফুজের। ইচ্ছা প্রকাশ করতেই পারি পাঠক হিসেবে, বাদ বাকি আপনার প্ল্যান; যাতে আমাদের পুরো ভরসা আছে।
আরো একবার ধন্যবাদ, এমন লেখনী উপহার দেয়ার জন্য.!!
আমি চেষ্টা করি সেরা টা দেবার লেখার সময়। সব সময় পারি তা না। আর দেরির ব্যাপারটা ইচ্ছাকৃত যে তা না। কর্পোরেট চাকরি। ব্যস্ততা থাকে। সাথে ব্যক্তিগত জীবনের কাজকর্ম সব সামলিয়ে লেখার সময় বের করা কঠিন। আর একদম শান্তিমত বসে লিখতে না পারলে লেখার মান খারাপ হয়। এইসব মিলাতে গিয়ে একটু দেরি হয়। আর টুইস্ট আর টার্ন রাখব সামনে। আশা করি ভাল লাগবে।