11-01-2025, 06:57 PM
(11-01-2025, 11:38 AM)শূন্যপুরাণ Wrote: সময়ের অভাবে লেখায় বিরতি পড়ে যায়। আপাতত টার্গেট হল বিরতিটা যাতে অনেক দীর্ঘ না হয়, তাই অল্প করে হলেও কিছু লিখে পোস্ট করা। পাঠকের কাছে কেমন গ্রহণযোগ্যতা পাচ্ছে সেটা দেখেও উৎসাহিত লাগে। চেষ্টা করবো পরের আপডেটগুলোর বড় করে দেওয়ার।
জোড় করে বড় করার দরকার নেই, আপনার নিজস্ব সময়রেখা মধ্যে থাকলে চাপ কম থাকবে।
আর নেগেটিভ কমেন্ট যদি আসে তবে অভিমানী না হয়ে শান্ত থাকার চেষ্টা করবেন।
তবে টিকে থাকা সহজ হবে। এগুলো উপদেশ নয় আমার নিজস্ব মতামত।❤️