4 hours ago
অসাধারণ লেখা, আমি ১.৫/ ২ বছর ধরে আপনার লেখা গল্প পড়ি। সম্ভবত এই গল্প পড়ার সময়ই আমি xossipy তে একাউন্ট খুলি। তারপর আপনার আরো গল্প খুজতে থাকি পরে "বন্ধু" গল্পটা পড়ি। আপনার বন্ধু গল্পটা এখন ও শেষ হয় নি, তবুও যতটুকু আছে মাস্টারপিস গল্প আমার জীবনে পড়া সেরা গল্প। যে দিন থেকে পড়া শুরু করি ১ সপ্তাহ মনে হয় আমি ঘোরের মধ্যে ছিলাম। তখন আমি ঢাকায় ছিলাম, কাকতালীয় ভাবে সেসময় ঢাকা বিশ্ববিদ্যালয়, আজিজ মার্কেট, বাংলামোটর এ ঐ সপ্তাহের মধ্যে যাওয়া হয় আমার কাছে মনে হয়েছিল যেন আমার সামনে সব কাহিনি হচ্ছে। এখন সারা মাস বসে xossipy তে লগিন করি আপনার এই নতুন গল্প পড়ার জন্য অঘটনঘটন পটিয়সী কে অবশ্য আমি গল্প বলবো না এটা একটা উপন্যাস। আর এরকম ভালো গল্পো আমি খুজতেছি, খুজে পায় না। আপনার ভালো লাগা গল্প গুলো শেয়ার করবেন প্লিজ, আর অনুরোধ থাকবে নিয়মিত আপডেটের। আর যদি কোন দিন সময় বের করতে পারেন বন্ধু গল্পটা শেষ করবেন।