4 hours ago
অসম্ভব সুন্দর হয়েছে, খুবই গোছানো হয়েছে এবং গল্প তার ধারাবাহিকতা বজায় নিয়ে চলছে। অনেকের মতোই সাফিনার সাথে মাহফুজ একটা কেমিস্ট্রি হওয়া দরকার এবং অন্য কেউ এখানে যেন সুযোগ না পায় সেটাও বোধহয় গল্পটাকে আরো সাবলীল করবে। গল্পের ধারাই তাই শুরু থেকে নায়ক একজন তাই হঠাৎ করে অন্য কেউ ঢুকলে গল্পের ছন্দপতন হয়ে যাবে। তারপরও দিন শেষের লেখকের সিদ্ধান্তই চূড়ান্ত চেষ্টা করবেন একটু দ্রুত আপডেট দেওয়ার।