4 hours ago
(Yesterday, 10:38 AM)কাদের Wrote: ছসফিনা আর মাহফুজ এবারে একসাথে হল। আর দেরি কেন? হয়ে যাক। জোড়া লেগে যাক দুজনে!
সাফিনা আজকে কলেজ থেকে একটু আগে বের হয়েছেন। সাদা একটা পাঞ্জাবী পরা। একটা কাল শাল ক্রস করে পরা। সাফিনা আরেকটু সামনে আগান। চমকে উঠে আবার তাকান। সময় কি তার সাথে হেয়ালি করছে। ছেলেটার মাথায় ব্যাকব্রাশ। চওড়া কপাল। সেইম হাইট। টেবিলের কাছে যেতেই ছেলেটা বলে উঠে আসসালামু আলাইকুম আন্টি। আমি মাহফুজ। সেই ভরাট গলা। বসুন আন্টি। সাফিনা নিজের ভিতরের বিস্ময় চেপে রাখতে পারেন না। জিজ্ঞেস করেন তোমার নাম তো মাহফুজ তাই না? মাহফুজ বলে জ্বি আন্টি।