Poll: সহজ একটা প্রশ্ন করি,গল্প কেমন লাগছে?
You do not have permission to vote in this poll.
ভালো
90.48%
57 90.48%
খারাপ
1.59%
1 1.59%
সাধারণ, (কোন মতে চলে আর কি)
7.94%
5 7.94%
Total 63 vote(s) 100%
* You voted for this item. [Show Results]

Thread Rating:
  • 48 Vote(s) - 3.35 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
WRITER'S SPECIAL ✒️গল্পের খাতা ✒️﴾প্রেমিকা ও বান্ধবী সিরিজ-গল্প নং১- অদ্ভুত নিয়তি-পর্ব-১﴿
অদ্ভুত নিয়তি


প্রথমেই বলতে হয় “এটি পর আসার কথা ছিল,কিন্তু দাসী কমলিনী আপাতত নিরুদ্দেশ, তাই আগে এটি শেষ হবে।
দ্বিতীয়তঃ এটি সম্পূর্ণ রুপে আমার লেখা নয়। এনজয় করুন।

রুহিনী মুখখানি কালো করে সিঁড়ির মুখে দাঁড়িয়ে আর একটি মেয়ের সাথে কথা বলছিল। আজ সে বেশ ক্লান্ত। শরীরটাও বোধকরি বিশেষ ভালো নেই। তাই বেশিক্ষণ সে রাস্তায় দাঁড়ায় নি,জলদি ফিরে এসেছে আজ। ফিরে এসেই বিছানায় গা এলিয়ে দিলেও ঘুম আসছে না দেখে সে নীচে নেমেছে। এখন আলোচনার মধ‍্যেই সে দেখলো মায়া'দি এগিয়ে আসছে তার দিকেই।


– রুহিনী!এখনই গিয়ে রেডি হয়! ভালোমতো সাজবি!

– মায়া'দি! আজ আমায় দিয়ে হবে না,অন্য কেউ...

– আরে ধূর শালি! বাবুর মন ধরছে তরে,অন‍্য মালে তার চলবো না নামীদামী অল্প বয়সের নাগর পাবি! পোলা ডারে কিন্তু একদম খুশি কইরা দিবি! কচিকচি মাইয়াগো দেহাইলাম অথচো ওগুলোরে থুইয়া পোলাডা তোরে না দেইক্কা কিল্লাই রাজি হইলো কে জানে! কইলাম ও যে ওয় পুরাতন মাল! বয়স ২৮ এর কাছাকাছি! তাও কয় প-পব্লম, পব্লাম নাই ” আরে কি জানো কইলো ইংরাজি তে?

বোধকরি মনে না করতে পেরেই পেছনে মুখ ঘুরিয়ে জোড় গলায় খানিক দূরের একটি মেয়ে উদ্দেশ্য করে বলল,

– কিরে রূপা! কি জানো কইছিলো?

কালো মুখের বেটে খাটো মেয়েটি ডান হাতে বেণী ঘোরাতে ঘোরাতে এগিয়ে এসে উত্তর করলো।

– পব্লেম নাই!

এদের কথা শুনে এবার রুহিনী চোখ উল্টিয়ে বিষন্ন মুখ নিয়ে বললে.

– প্রব্লেম ! মানে সমস্যা নাই! কিন্তু আজকে লোকটারে অন্যকাউর কাছে পাঠাও! আমার শরীর ভালো না!

– পারবিনা মানে! তুই যাইবি তো বাপেও যাইবো! আগে সাইজা আয়,তারপর চুপচাপ ঘরে গিয়া পা মেইলা দিবি! রাত্রি ১২ টায় আইবো কইছে! যা সাজুগুজু কর।

রুহিনী সিল্কি চুলগুলো প্যাঁচাতে প্যাঁচাতে বিষন্ন মুখে সিঁড়ি ভেঙে উপড়ের রুমের দিক হাটা ধরলো। তার শরীর ক্লান্ত। এতোক্ষন সে চৌরাস্তার মোড়ে দাঁড়িয়ে ছিল।কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো, আজ একজন কাস্টমার ও পেলো না। আমাদের নায়িকাটির দেহের রঙ এটু তামাটে বটে,তবে দেখতে কিন্তু সে খারাপ নয় মোটেও। লম্বায় পাঁচ ফুট এক ইঞ্চির দেহটি তার অতি সাধারণ রমণীর সাধারণ যৌবন লাবণ্যে ভরপুর। তবে এই অতি সাধারণের মধ্যেও অতি আর্কষণীয় তার ওই পদ্মলোচন চোখ দুটি।  তাছাড়া মাথা ভর্তি ঘন কালো ও লম্বা লম্বা কোঁকড়ানো চুলগুলি তার বাঁকানো কোমড় ছাড়িয়ে তবে থেমেছে।  সুতরাং এই রূপ নিয়ে প্রতিদিন ওখানে দাঁড়ালে তিন-চারটে তো চোখ বুঝে পেয়ে যায়। কিন্তু আজ কি হল? উল্টো পাশের বেশ্যা গুলো কাস্টমার নিয়ে ফুরুত! কিন্তু তাকে দেখেও না দেখবার মতো অবস্থা। আজ বোধকরি শরীর ভালো নেই বলে তাকে বেশ খারাপ লাগছিলো দেখতে।

নিজের ঘরে ঢুকে রুহিনী শাড়ি পরে, ঠোঁটে লাল লিপস্টিক দিয়ে চুলগুলো খোঁপা করে নেয়। চুলগুলোর জন্য নাকি কাস্টমার দের ভেজাল লাগে,তাই খোঁপা করে রাখতে হয় সদা। সাজগোজ শেষ করে আয়নাটা হাতে নিয়ে মুখানি আর একবার দেখে সেই। মায়া'দি বলেছে ছেলেটাকে একদম খুশী করে দিতে! কিন্তু সন্দেহ হয় আজ  তাকে দেখতে খুব বেশিই খারাপ লাগছে? 

সময়টা বর্ষাকাল নয়,তবুও বাহিরে তীব্র বৃষ্টি হচ্ছে। বিছানায় হেলান দিয়ে ফেইসবুকের নিউজফিডে ঘুড়ছিলো রুহিনী। হঠাৎ "ধ-ধ-রাম" শব্দে দরজা খুলতেই দ্রুত ঠিক হয়ে দাঁড়ালো সে। তবে উঠে দাঁড়িয়েই রুহিনীর ভ্রু গেল কুচকে। ২১ কি ২২ বয়সের এক যুবক ছেলে! যুবক ছেলে তার কাছে কি জন্য আসবে? তাও এমন ভয়ংকর সুদর্শন যুবক!

– আপ..

রুহিনী আপনি বলতে যেয়েও বলল না। তার গায়ে কেমন বাঁধো বাধো ঠেকে। আপনিটা ঠিক যেন মানায় না। বাচ্চা একটা ছেলের সাথে এগুলো ভাবতেও কেমন আজব লাগছে। বয়সী লোক আসে ঠিকাছে! কিন্তু, এমন বাচ্চা ছেলে?

– তুমি কিন্তু টাকা নিয়ে ফিরত যেতে পারো!  টাকা ফিরত দিয়ে দেবো?

রুহিনী বললো বটে,তবে ছেলেটা সে কথা কানেও তুললো না। সামনে দাঁড়ানো ছেলেটা এগিয়ে এসে ঘড়ি খুলে বিছানার পাশের ছোট্ট টেবিলে রাখলো। ইন করা হালকা ভেজা শার্টের হাতার বাটন খুলতে লাগলো। কলার থেকে বাটন খুলতে খুলতে শান্ত কিন্তু দৃঢ় কন্ঠস্বরে বলল..

– জানালা'টা খুলে দিন।

ছেলেটার আওয়াজ কেমন মেইনলি টাইপের,কথা ত নয় যেন ধমক দিচ্ছে। শরীরের পশম দাঁড়িয়ে গেল রুহিনীর। তার পা দুটি আপনা-আপনি বিছানায় উঠে গেলো। বিছানার সাথে লাগানো জানালাটা খুলে দিলো সে। ঠান্ডা শো শো বাতাসের সাথে বৃষ্টির ফোঁটাও আসছে রুমের ভেতর। 

রুহিনী জানালা খুলে বিছানা থেকে নেমে দাঁড়ালো আগের জায়গাতেই। তার মুখে আজ আওয়াজ ই আসছে না। প্রায় দিন কাস্টমার আসলে সে দ্রুত বলতো “ নে দ্রুত কাজ শেষ করে বিদেয় হ!” কিন্তু আজ? কোনো আওয়াজ কেনো আসছে না? 

ছেলেটা শার্টটা সম্পুর্ন খুলে বিছানায় ফেলে দিলো। ফর্সা, নগ্ন এবং নিয়মিত জিম করা বলিষ্ঠ দেহটা তার চোখের সামনে। আজ অনেকদিন পর পুরুষের অর্ধনগ্ন দেহ দেখে রুহিনীর বুকের ভেতরটা ধরাস ধরাস” করতে লাগলো। অন‍্যদিকে  ছেলেটা পায়ের বোর্ড শু দু’টো খুলে সাইডে রাখলো। ভেজা চুলগুলো  ডানহাতে ঝাড়া দিতে থাকলো। রুহিনী শুধু অবাক নয়নে দেখেই যাচ্ছিলো। এইবার তার রাগ হতে লাগলো। এমন অল্পবয়সের ছেলের সাথে এগুলো করতে বেশ বিবেকে বাধবে তার। তাছাড়া ছেলেটা তাকে যেন তোয়াক্কাই করছে না।অবশ্যই বেশ‍্যা দের কেই বা তোয়াক্কা করে! তবুও আজ হঠাৎ কোন এক আশ্চর্য কারণে কোন পুরুষের সমুখে রুহিনী দুর্বল হয়ে পরছে। তাই না করে দেওয়াটাই ভালো।

– তুমি টাকাটা নিয়ে অন্যকাউকে দেখো,আমি পারবো না!

এইবারের কথা শুনে ছেলেটা তিক্ষ্ণ দৃষ্টি নিয়ে রুহিনী দিক তাকালো। সেকেন্ডেই দুপা এগিয়ে সামনে দাঁড়ালো। ছেলেটা রুহিনীর থেকে পাঁচ বা ছয় ইঞ্চি লম্বা হবে। ধুক করে বুকটা কেঁপে উঠলো রুহিনীর।একটু সরে গেলো সে,বিছানার সাথে একদম লেগে। ছেলেটা তার বৃদ্ধাঙ্গুলি রুহিনীর দুই ঠোঁটে চেপে ঠোঁটের লিপস্টিক মুছে দিলো। যার ফলে লিপস্টিক সম্পুর্ন গালে ছড়িয়ে গেল।

– এগুলো লাগাতে হবে না!

বলার পরক্ষণেই শাড়ির আঁচল টান মেরে খুলে দিয়ে, চুলের খোঁপাতে হাত লাগালো। রুহিনীর কন্ঠস্বরের ' উঁহু’ আওয়াজের সাথে তার সিল্কি চুলগুলো ঝরঝর করে তার উঁচু নিতম্বে লুটিয়ে পরলো। বোধহয় অল্প ব‍্যাথাই পেয়েছে সে। কিন্তু ছেলেটার চোখে চোখ রাখা সম্ভব হচ্ছে না।

– চুল নিয়ে কিচ্ছু করতে হবে না!

আবার সেই কাওকেই তোয়াক্কা না করা কন্ঠস্বর।এই ছেলেটির কান্ডে রুহিনী এখনো অবাক হয়ে তাকিয়ে  আছে মেঝের দিকে।এতোটুকু ছেলের কাহিনী তার মাথায় ধরছে না। গলা শুকিয়ে যাচ্ছে। সে বুঝতেই পারছে না তার এতো ভয় করছে কেনো? একজন রাগী বেশ্যা হয়ে সে এই পুছকে ছেলেকে ভয় পাচ্ছে! তা-র কন্ঠস্বর রুদ্ধ, কোন আওয়াজ আসছে না কেনো?

খানিক পরে ছেলেটার হাত তার কোমরে যেতেই তার মুখ দিয়ে ” আহহঃ” শব্দটি আপনা আপনি বেরিয়ে এলো। তারপর জোড়ালো একটানে শাড়ি ঘুড়িয়ে খুলে ফেলল। পরক্ষণেই ছেলেটার এক ধাক্কায় সে দেওয়ালে ধ্রিম করে বারি খেলো। ব্যাথা পেয়েও তার মুখ দিয়ে আওয়াজ বের হয় নি, কারণ ততক্ষণে ছেলেটার মুখ তার ঠোঁটে। কামড়ে ঠোঁট ছুলে দিচ্ছে। দুই হাতের থাবা চেপে বসেছে তার ব্লাউজে ঢাকা দুই স্তনে। খানিক পরেই ব্লাউজের বোতাম গুলোও ছিড়ে গেল। 

////////////
আধঘণ্টা পরের কথা,রুহিনী শুধু চাঁপাস্বরে“ আহহহ্... উহহঃ...”  আওয়াজ করেই যাচ্ছিলো। ছেলেটা যে প্রচন্ড রাগে এমন করছে তা বুঝতে সময় লাগে নি রুহিনীর। কিন্তু ছেলেটা তাকে নিয়ে আর কি কি করবে  তা দেখার সুযোগ তার নেই। কেন না, আগেই একটি কালো কাপড়ে রুহিনীর দুই চোখ বাঁধা পরে গিয়েছে। তারপরই সে  অনুভব করেছে একটি বলিষ্ঠ নগ্ন দেহ ও সেই দেহের মাঝে প্রচন্ড রাগে উত্তাপ।

আজকের রাত রুহিনীর জন্যে আলাদা। তার বেশ‍্যা জীবনে অভিনয়  ব‍্যতীত আজ প্রথম বারের মতো সে উন্মাদ যৌনতার সুখ ও ব‍্যথা একসাথে অনুভব করে চিৎকার করছে। ছেলেটা কি করছে তা দেখার উপায় নেই। কিন্তু তার শরীরের জ্বালায় মনে প্রশ্ন জাগছে-এতো রাগ কেন ছেলেটার? সে চোখে না দেখলেও প্রতিটি ধাক্কায় ধাক্কায় কামদন্ডের অবিরত আন্দোলনের সাথে ছেলেটির রাগ অনুভব করছে সে । বুঝতে পারছে তার মুখের ওপরে উষ্ণ নিশ্বাস'টি যতটা না যৌনতার তার চেয়ে বেশী আক্রোশের। কিন্তু কেন?
/////////
আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে ভালোভাবে দেখে রুহিনী। কামড়ের দাগ গুলো স্পষ্ট লাল হয়ে আছে। পুরো শরীর তার চিনচিন হয়ে জ্বলছে। সেই সাথে ব‍্যথা ত আছেই,মুখেও লালচে দাগ গুলো স্পষ্ট। ঠোঁটে হাত দিতেও ভয় করছে তার।

ভোরের ছ’টা বাজে, অথচ ছেলেটা এখনো তার বিছানায় উল্টো হয়ে শুয়ে আছে। সাধারণত মিলন ক্রিয়ার শেষে বেশ‍্যা গৃহে কেউ থাকতে চায় না। কার্য সম্পূর্ণ হলেই তো চলে যাওয়ার কথা। তাহলে ছেলেটা যাচ্ছে না কেনো? বা সেও কেনো বের করে দিচ্ছে না? তার বলতেও গা ঘিনঘিন করছে যে― ভয়ের সাথে যোগ দিয়েছে প্রচন্ড লজ্জা। হ‍্যাঁ,একজন বেশ্যা হয়েও তার লজ্জা লাগছে! প্রচন্ড লাগছে! আজ এই শরীর নিয়ে সে কোনো কাস্টমার পাবে নাকি সন্দেহ। এমনকি ৪-৫ দিন কাজে যেতে পারবে নাকি সেটাও ভাবনার বিষয় বটে।বাহিরে গেলে সবাই বুঝে যাবে তার শরীরের দাগের কারণ। সে কি বলবে? তাদের তো নিয়ম আছে; শরীরে দাগ বসানো নিষেধ। কর্ম শেষে রাত ৩ টার আগে রুম থেকে বেড়িয়ে যাওয়া আর এক নিয়ম । আথচ এ তো এখনো শুয়ে আছে। রুহিনী আড়চোখে বিছানায় তাকিয়ে নিজের ঘাড়ে ছুঁয়ে দিলো। বড্ড জ্বলছে! তবে শুধুমাত্র রক্তমাংসের দেহটিই নয়, আজ সব জ্বলছে তার!
/////////

গোসল করে একটি নীল শাড়ি পরে দাঁড়িয়ে আছে রুহিনী। ছেলেটা এখনো ঘুমিয়ে। রাগ হচ্ছে এতে সন্দেহ নেই,তবে সে সাহস ও পাচ্ছে না ডেকে দেওয়ার জন্য। ওদিকে আট টা বেজে যাচ্ছে। ইতিমধ্যে অনেকেই দরজায় বারি দিয়ে গেলো। কিন্তু কি করবে সে? ছ’টা থেকে ছেলেটার মোবাইল বেজে চলেছে। আবার বাজতেই ছেলেটা নড়ে উঠলো। রুহিনী দ্রুত অন্যপাশে ঘুড়ে গেলো।

একটু দূরে দাঁড়িয়ে আড়চোখে দেখছে― মোবাইল টা কানে দিলো ছেলেটি।ঘুম জড়ানো ভাঁড়ি কন্ঠে কথা বলতে বলতে বিছানায় হেলান দিয়ে বসলো। ডান হাতে চুলগুলো উপড়ে উঁচু করে দিলো।

– ইয়ে’স ম্যানেজার!

–………?

–  ইয়াহ! গুড মর্নিং! হোয়াট এবাউট ইনভেস্ট?

– …….?

– টু মাচ! ১২ লাখ ৫০ হাজার হলে সাইন দেবেন! আদারওয়াইস ক্যান্সেল!

– …….?

– গিভ মি টু আওয়ার অ্যান্ড আই’ল বি দ্যায়ার!

রুহিনী মুখটা একটু হা করে দাঁড়িয়ে রইলো। তার হাত-পা কাঁপছে! বিছানার দিকে তাকানোর সাহস নেই! পিছনে এসে সে দাঁড়াতেই রুহিনী কুঁকড়ে গেলো। সর্বাঙ্গে একটা বৈদ্যুতিক স্রোত বয়ে গেল যেন। তার মন চাইছে ছুটে একদিকে পালিয়ে যায়, কিন্তু ছেলেটার হাত তার শাড়ির ফাঁক দিয়ে পেট ছুঁয়ে দিতেই রুহিনী ঘুড়ে দাঁড়ালো। কাঁপা কাঁপা চোখের পাতা দুটি কেবলই লেগে আসতে চাইছে। কিন্তু এমন ত হবার কথা নয়! সে বেশ‍্যা! শারীরিক সুখ ও নিষিদ্ধ যৌনতা নিয়ে তার কারবার। না জানি কত পুরুষের সাথে শুতে হয়েছে তাকে! কিন্তু আজ এই পুচকে ছেলেটার দিকে তাকালেও চোখ দুটি কেন নিচে চলে যাচ্ছে আপনা আপনি। 

– আআআহহ......

হঠাৎ প্রচন্ড চাপে রুহিনী ব্লাউজে ঢাকা বুক দুটো চেপেগেল ছেলেটার নগ্ন বুকে। ছেলেটার উষ্ণ নিশ্বাস ও হৃদপিণ্ডের “ধুক পুক” শব্দ যে তার অনুভূতিতে নয় বুকের গহীনে কোন এক নরম জায়গায় আঘাত আনছে। রুহিনীর মুখ থেকে না চাইতেও ঘন নিশ্বাসের সাথে সুদীর্ঘ “আহহহহ্...” আওয়াজ বেরিয়ে এলো গলায় আলতো কামড়ের মৃদু ব‍্যথায়।


ছেলেটা বেরিয়ে যেতেই মায়া'দি,রমা মাসি ও আরো কিছু মেয়েরা এলো তাদের পিছু পিছু। তখন রুহিনী তার মনের অবস্থা সামাল দিতে নিজ মনে মোবাইল টিপছে। মায়া'দি ও  এসেই চোখ বড়বড় করে বলল..

– কি করছে পোলাডা তোরে? খালি কি কামড়াইছে নাকি কাম ও করছে?

আরেকজন বলল..

– ছেলেটা কিন্তু চমৎকার দেখতে! আমরাও পিছেপিছে গেছিলাম যদি পছন্দ কইরা ফেইলা এতটাকা দিয়ে এক রাইত থাকে। কিন্তু  পোলাডা যেই গাড়ি চালাইয়া মাথা উছা কইরা বাইরাইলো.....


– তা কি করলো তোরে নিয়া? নিশ্চই এক ঘন্টা পরেই ঘুমাইয়া গেছে!

রুহিনী থমথমে গলায় বলল..

– সারারাত ঘুমাতে দেয় নাই,পাচ’টা ত্রিশে ছাড়সে! ভগরভগর না করে, ঔষুধপাতি কিছু আনো! আমার শরীর ব্যাথা করছে! পুরো শরীরের দাগ গুলো জ্বালা করছে মলম দিতে বলো! আমার চুলগুলো ছিঁড়ে কিছু রাখে নি আর, চোখ দেখতিস না আমার অবস্থা? 

সত্যিই রুহিনীর দেহটা লাল হয়ে ভয়ংকর দেখাচ্ছে। সারা রাত আর্তনাদ করতে করতে তার গলা ভেঙ্গে গেছে। সেই ভাঙা গলাতেই রুহিনী তীব্র কন্ঠে বলে,


– এটাকে পুছকে ভেবে পাপ করেছি! অনেক বড়! অসভ্য কোথাকার! আজকে যত কাস্টমার আসবে সব পাঠাবা! আমি সারাদিন কাজ করবো! কত টাকা দিলো আমাকে এমন হেনোস্তা করার জন্য? এই লোক আসলে বলবে আমি আর কাজ করবো না! বুঝেছো সোজাসুজি বলবে! করবো না মানে করবো না!

রুহিনী সারারাতের যন্ত্রণা পুরো বের করে ফেলল। কিন্তু সেটা করেও ঢোক গিলল সে। কেন না, দরজায় সেই ছেলেটা পকেটে হাত ভড়ে দাঁড়িয়ে। হয়তো মোবাইল নিতে এসেছে, যেটা বিছানায় পরে আছে একপাশে।

রুহিনী ছেলেটাকে দেখেই দাঁড়িয়ে গেল। তার ভয় করছে, ছেলেটা হাত স্লোমো ভাবে নাড়িয়ে সবাইকে বেরোতে ইশারা করলো। রুহিনী মাথা দুলিয়ে না করলো মায়া'দি কে! মায়াদি খুকখুক হেসে বলল..

– তা স্যার টাকাকড়ি এগুলোর ব্যাপারে কিছু কথা কইতাম!

ছেলেটার থমথমে আওয়াজ!

– খলিলকে কে টাকা সহ সব বুঝিয়ে দিয়েছি। আপনাকে পুরো খুলে আপনার ভাষায় বুঝিয়ে দেবে, নাও আউট..

রুহিনী সেখানেই ঠাই দাঁড়িয়ে,তার মাথা ভনভন করছে। সবাই ঘর থেকে বেরোতেই ছেলেটা দরজা লাগিয়ে বলল..

– এইবার ডাবল দাগ হবে!
[+] 7 users Like বহুরূপী's post
Like Reply


Messages In This Thread
RE: গল্পের খাতা - by buddy12 - 18-08-2024, 10:03 PM
RE: গল্পের খাতা - by zahira - 10-11-2024, 01:16 PM
RE: ✒️গল্পের খাতা ✒️﴾প্রেমিকা ও বান্ধবী সিরিজ-গল্প নং১-মেইবি নেক্সট ফ্রাইডে﴿ - by বহুরূপী - 07-01-2025, 08:38 PM



Users browsing this thread: 3 Guest(s)