01-01-2025, 07:22 AM
(This post was last modified: 27-01-2025, 08:01 AM by বহুরূপী. Edited 2 times in total. Edited 2 times in total.)
(31-12-2024, 08:19 AM)Odrisho balok Wrote: ভেবেছিলাম শেষের দিকে এসে সঞ্জয় আর নয়ন এর বিরহ কিছুটা কমবে। নয়ন সঞ্জয় কে কাছে টেনে নিবে। কিন্তু তা হলো না। ভেবেছিলাম সোদামিনী হয়তোবা কিছুটা সাহায্য করবে। যতো যাই হোক নয়ন ই তো হেম এর সাথে বিয়ের বিষয়ে প্রথম কথা বলে। শেষ টায় নয়ন আর সঞ্জয় এর ভালোবাষা শুছক কিছু আশা করেছিলাম।
এটা আমারও খারাপ লাগে। মাঝে মাঝে কিছু গল্পের সমাপ্তি মেনে নিতে বড্ড সমস্যা হয়।

তবে সৌদামিনী যথেষ্ট সাহায্য করেছে বলেই মনে হয়।
সে যে এত বড় কথাটা চেপে গেলে, এটা কয়জন পারে বলুন তো?

এই গল্পটা তোমার মনের মতো হয়নি,তবে হয়তোবা অন্য কোনটা হবে। মনে খারাপ করো না ব্রো– আমি নিজেও আজ পর্যন্ত “চোখের বালি ও বিষবৃক্ষ" উপন্যাসের শেষটা মেনে নিতে পারিনি।❤️