25-12-2024, 01:46 AM
বাংলা ফোরামের অন্যতম শ্রেষ্ঠ লেখক কাদের ভাইকে ২৫০০ রেপু অর্জনের অনন্য মাইলফলক স্পর্শ করায় অভিনন্দন জানাচ্ছি। এই অর্জন লেখক হিসেবে আপনার শ্রেষ্ঠত্বের মুকুটে আরেকটা পালক হিসেবে যোগ হয়ে আপনার লেখার অসামান্যতারই জানান দেয় কাদের ভাই। গল্পটা এখনো প্রায় ১/৩ বা এর খানিকটা কমবেশী বাকি আছে। এর মধ্যেই এই অর্জন সত্যিই দুর্লভ একটি অর্জন। গল্প শেষ হতে হতে আশা করি ৩০০০ রেপু আপনার নামের পাশে স্থান পাবে। পাঠকেরা যেভাবে প্রিয় লেখককে রেপু দিলো দুহাত ভরে, এবার ভাই আপনার পালা একটা বড় আপডেট দেয়া পাঠকদের জন্য। দেশে ফিরে অতি শীঘ্রই আমাদের অপেক্ষা ঘুচাবেন এবং ২৫০০ রেপু পাওয়ার খুশিতে বিশাল একটি স্পেশাল আপডেট পোস্ট করবেন, সেই অপেক্ষায় আমরা সকলে। শুভকামনা কাদের ভাই।