22-12-2024, 10:43 PM
গত আপডেটের পরে মনে একটা আশঙ্কা করেছিলাম যে এটাই হয়তো ২০২৪ সালের শেষ আপডেট হতে যাচ্ছে, মনে হয় আশঙ্কাটা সত্যি হতে চলেছে। লেখা যদিও আপনার প্রেফেসন নয় মনের আনন্দে লেখেন তথাপি এই ফোরামে আপনার এই গল্পটি এতটাই মারভেলাস যে আমরা পাঠককুল আপনার এই গল্পটির সাধ আস্বাদনের জন্য অধির আগ্রহ সহকারে অপেক্ষা করি। কিন্তু এতো দেরিতে আপডেট দেন যে অপেক্ষা করাটা আমাদের কাছে অত্যন্ত বেদনাদায়ক ও কষ্টদায়ক। পরিশেষে এইটুকু অনুরোধ লেখক মহাশয়ের নিকট যে পাঠকুলের দিকটি বিবেচনা করে সময়মতো গল্পের আপডেট দিয়ে তাদের বাধিত করবেন।