19-12-2024, 07:13 PM
(This post was last modified: 20-12-2024, 12:14 AM by nusrattashnim. Edited 2 times in total. Edited 2 times in total.)
কাদের ভাই এর অফিসের ম্যাসিভ একটা প্রজেক্ট এ বিশাল গোলমাল হওয়াতে উনি লাস্ট তিন সপ্তাহ এর ম্যাক্সিমাম টাইম ঢাকার বাইরে ছিলেন, পাশাপাশি ঢাকায় থাকাকালীন ও শর্ট নোটিসে কাছাকাছি জেলাগুলায় ফ্রিকুয়েন্টলি যেতে-আসতে হইছে। আর এখন উনি অফিসের কাজে দেশের ই বাইরে গেছেন। বাংলাদেশে ব্যাক আসতে আসতে ডিসেম্বর মাসের শেষ হবে উনার। জানুয়ারির প্রথম সপ্তাহের দিকে আপডেট আশা করা যায় যদি সব ঠিক থাকে, ভাই বলেছেন। এর আগে আসলে সেইটা বোনাস। এছাড়া, ভাই বলেছেন, সাফিনার চ্যাপ্টারটা উনি খুব প্রিসাইজলি নিখুঁতভাবে লিখতে চান, কোনো তাড়াহুড়ো করতে চান না কারণ গল্পের পরবর্তী পর্ব গুলোর গতিপথ নির্ধারিত হবে এই পর্বের মাধ্যমে। কিন্তু উনি প্রজেক্টে গোলমালের দরুণ একদমই সময় পাননি আর তাড়াহুড়ো করে 'কোনোরকমে আপডেট দিয়ে দিতে পারলেই বাঁচি' টাইপ লেখা উনি লিখবেনও না বলে জানিয়েছেন। তাই একটা ভালো পর্বের জন্য সবাইকে একটু ধৈর্য্য ধরতে বলেছেন।
ভাইয়ের সাথে কথোপকথন হয়েছিলো আরো ৪ দিন আগে। এর মধ্যে আর ভাইয়ের নাগাল পাইনি। আশা করি, উনি সুস্থ থাকুক, নিরাপদে ফিরে আসুক। এসে আমাদের কে একটা জমপেশ আপডেট দিয়ে আমাদের এতদিনের তৃষ্ণা ঘোচানোর ব্যবস্থা করুক। আমি এতকিছু লিখতাম না, কিন্তু আমার মতো অনেক পাঠকই আছেন, যারা এই গল্পটা ফলো করেন। চাতক পাখির মত আপডেট এর আশায় বসে থাকেন। তারা সবাই ভাইয়ের কোনো দেখা না পেয়ে হাপিত্যেশ করছেন দেখে আপনাদের এই কয়দিন হতাশাটা যাতে সাময়িক ভাবে কমে সেজন্যই কমেন্ট টি দেয়া।