16-12-2024, 03:15 PM
(16-12-2024, 02:13 PM)Sage_69 Wrote: সমাপ্তি টাকে খারাপ বলা যায় না তবে সেই শুরু থেকে এতো লম্বা সময় ধরে গল্পটা পড়ার পর শেষ অংশ পড়ে মনে হলো কেমন একটা "যেমন তেমন" ভাবে শেষ দিলেন। যাইহোক, সুন্দর এই গল্পটা যে অসমাপ্ত রাখেন নি তাই অনেক ধন্যবাদ। অধিকাংশ লেখক তো তার আগেই দেহত্যাগ করে ফেলেন এই ফোরামে। পরের গল্পের অপেক্ষায় রইলাম।
আসলে এটা তো আমি অনেক আগে থেকেই শুরু করেছি। গল্পের মোটামুটি ৪৫ থেকে ৫০ টি পর্ব আনবো ভেবেছিলাম। তবে যাই হোক, গল্পটা কিন্তু আগের পর্বেই শেষ হতো। শুধুমাত্র সৌদামিনীকে কিছু দেওয়ার ছিল,তবে সত্য বলতে দামিনীর মিলন দৃশ্য আমি ভাবিনি।
(16-12-2024, 12:58 PM)Sweet angel Wrote: গল্পটি অনেক আগে শেষ হলো বলেই মনে হয়। তবে আমার মতে বেশ হয়ে,সন্দেহ নেই।
কথা সত্য বটে,তবে কি না লেখকের ইচ্ছে।

(16-12-2024, 12:17 PM)rockhound Wrote: Golpo pori onekdin. But site a probably amar first comment. Apnar lekha oshadharon. Apnar commitment dekheo valo laglo. Apni abar likhun. Barbar likhun.
অসংখ্য ধন্যবাদ ব্রাদার।
সবাইকে ধন্যবাদ❤️