13-12-2024, 07:35 AM
(This post was last modified: 13-12-2024, 07:43 AM by বহুরূপী. Edited 1 time in total. Edited 1 time in total.)
Kodom Tolay Boshe Achi Nagaur Kanhaiya
By Abhishek Aich
কদমতলে বসে আছে নাগর কানাইয়া
কদমতলে বসে আছে নাগর কানাইয়া
যায় বিনোদি রাধারাণী কোমর দুলাইয়া
আহা কোমর দুলাইয়া
কদমতলে বসে আছে নাগর কানাইয়া
যায় বিনোদি রাধারাণী কোমর দুলাইয়া
আহা কোমর দুলাইয়া
কোমর দুলাইয়া গো রাধে কোমর দুলাইয়া
কোমর দুলাইয়া গো রাধে কোমর দুলাইয়া
যায় বিনোদি রাধারাণী কোমর দুলাইয়া
আহা কোমর দুলাইয়া
সোনার মতন অঙ্গ তাহার মেঘ বরণ চুল ,
সোনার মতন অঙ্গ তাহার মেঘ বরণ চুল ,
নেচে নেচে চলে রাধা খোঁপায় গেন্দা ফুল,
আহা নেচে নেচে চলে রাধা
খোঁপায় গেন্দা ফুল।
এসো রাধে কুঞ্জ বনে, খেলবো হোলি তোমার সনে,
দিও নাকো দূরে সরাইয়া,
প্রেম সাগরে ডুব দিয়েছি, তোমারে নিয়া,
প্রেম সাগরে ডুব দিয়েছি তোমারে নিয়া,
বাঁশিতে নাম লেখা আছে তোমারই প্রিয়া,
আহা তোমারই প্রিয়া,
প্রেম সাগরে ডুব দিয়েছি তোমারে নিয়া,
প্রেম সাগরে ডুব দিয়েছি তোমারে নিয়া,
তোমারে দেখিয়া আমি হেরেছি হিয়া,
রাধা হেরেছি হিয়া
কদমতলে বসে আছে নাগর কানাইয়া
কদমতলে বসে আছে নাগর কানাইয়া
যায় বিনোদি রাধারাণী কোমর দুলাইয়া