12-12-2024, 03:37 PM
(12-12-2024, 12:34 PM)riyamehbubani Wrote: রাত ১১ঃ০৮ এ চুরি? ধরা পড়ে গিয়ে পিটুনি খাওয়ার ভয় নেই?
চোরেরা রাত ২টোর পরে আসে জানতাম।
কিন্তু চুরি করার কথা হচ্ছে না। হচ্ছে চুরি নিয়ে কথাবার্তার কথা। চুরি নিয়ে কথাবার্তা গৃহস্থ সকালে উঠে জেগে গিয়েই করে। ঘুমোতে যাওয়ার আগে নয়।
কলির স্বামী এর আগেও নজরদারির মধ্যে দিয়ে চুপিসারে মদ খেয়ে এসেছে। সুতরাং বাড়ি থেকে পালানো তাঁর জন্যে অসুবিধার কিছু নয়। আর আমার মনে হয় এই অবস্থায় যখন চুরি করার সুযোগ আছে,তখনি পালানো উত্তম। কেন না রাতের জন্যে অপেক্ষা করে সুযোগ নষ্ট কারা বুদ্ধি মানের কাজ নয়। এই হিসাবে বরং মহিনকে অসতর্ক বলা যেতে পারে।তাঁর ওপরে গল্পের লেখক দুটি বড় বড় ভুল করে বসেছে এই গল্পে । আর আপনি কি না চুরি নিয়ে মেতেছেন।