10-12-2024, 09:09 PM
(05-10-2024, 02:20 AM)কাদের Wrote: মাহফুজ রুমের খোজ কিভাবে বের করবে বুঝতে পারে না। কোন উপায় কি আছে? একটাই উপায় আছে অনুষ্ঠানের আয়োজনের দ্বায়িত্বে যারা আছে তাদের কে ধরা। কিন্তু তাহলে সব খুলে বলতে হবে। তার উপর সাবিত যথেষ্ট প্রভাবশালী। ফলে ওর কথায় কোন ভ্যালু কেউ নাও দিতে পারে। কিন্তু একটা স্ক্যান্ডাল তৈরি হয়ে যাবে। সাবরিনা কে ফোন দিয়ে যাচ্ছে। কিন্তু ফোন বাজছে তবে ধরছে না। মাহফুজ উদ্বিগ্ন হয় তবে উপায় খুজে পাচ্ছে না। আরেকটা উপায় হল হোটেল ম্যানেজারের সাহায্য নেওয়া। এইসব বড় হোটেলের সাধারণত শিফট ম্যানেজার থাকে। সকালের শিফট, বিকালের শিফট আর রাতের শিফট। এদের সবার বস থাকে মেইন ম্যানেজার। তবে রাতে এই সময়, রাত সাড়ে দশটার পর রাতের শিফট ম্যানেজার থাকার কথা। মাহফুজের অভিজ্ঞতা আছে এদের সাথে কাজ করার। শেরাটনের নাইট শিফটের ম্যানেজার বাবলু ভাই। মধ্যবয়সী ভদ্রলোক। অমায়িক খুব তবে খুব প্রফেশনাল। তার কাছ থেকে রুমের খবর বের করা যাবে না সহজে। এইসব বড় হোটেলের এইসব পোস্টে থাকা লোকেরা খুব প্রফেশনাল। সহজে ক্লায়েন্ট ইনফরমেশন দিবে না। আর পুলিশ বা আর বড় কাউকে দিয়ে প্রেসার দেয়াতে দেয়াতে অনেক দেরি হয়ে যাবে। মাহফুজের বুদ্ধি কাজ করছে না এই মূহুর্তে। অসহায় মনে হচ্ছে নিজেকে। সাবরিনা ওকে শাস্তি দিতে গিয়ে নিজেই শাস্তি পাচ্ছে।মাহফুজ, সাবরিনা - চমৎকার জুটি।