01-12-2024, 06:19 PM
(01-12-2024, 03:30 PM)Mr.pkkk Wrote: প্রথমেই আপনার গঠনমূলক আলোচনার জন্য অনেক অনেক ধন্যবাদ।
আপনি বেশ সুন্দর সুন্দর পয়েন্ট গুলো তুলে ধরেছেন।
ঊষাকে মাগি বলা যায় বর্তমান পরিস্থিতি অনুযায়ী, কিন্তু ঊষা আক্ষরিক অর্থে মাগি কখনো ছিল না এখনো নয়।বিষয়টা ঠিক নেশার মতো। প্রথমে শখ থাকলেও একটা সময় পর সেটা আর শখ নয় নেশাতে পরিণত হয় ঠিক সেভাবেই গুরুদেবসহ বিভিন্ন পরিস্থিতি ঊষাকে বাধ্য করেছে।
আর এখানে ঊষার নিরীহ স্বামীর ভাগ্যটাই খারাপ, এমনিই সে গরীব, থাকার মধ্যে এক সুন্দরী ভরসা যোগ্য স্ত্রী ছিল সেটাও সে হারাতে বসেছে।
আর অমরের কথা এখানে আর না বললাম, গল্পে গল্পেই না হয় অমরের ভাগ্যকে আমরা দেখে নেব।
আবারও আপনাকে অশেষ ধন্যবাদ। সাথে থাকুন
আমি এখনো প্রতিশোধ দেখার আশায়............কে নেবে.....কিভাবে নেবে.....!!