27-11-2024, 03:22 AM
(26-11-2024, 11:46 PM)Shuhasini22 Wrote: বাবান দা,বুম্বা দা এর মতন লেখকরা এখন হারায় গেছে। শুধু রয়েছে কাদের ভাইয়ের মতন দুই একটা লেখক। আপনার মতন লেখকরা যাতে তাদের মতন সেরা গল্প লিখতে পারেন এইটা আশা করি। এখন সত্যি বলতে গল্পই খুঁজে পাওয়া যায় না এই সাইটে। আগে কত রকম মাইলফলক গল্প ছিলো এখন মনে হয় সব অতীত। ধীরে সবাই হারায় যাচ্ছে সাইট থেকে।
বাংলা সাহিত্যে এখন খরা চলছে। আমি সত্যিই জানি না এটা কবে ঠিক হবে তবে আমি নিজের চেষ্টায় খানিক জল ঢালছি। কিন্তু দিন শেষে আমিও বর্ষণের প্রতিক্ষায়।❤️