21-11-2024, 05:47 PM
(21-11-2024, 05:27 PM)আদুরে ছেলে Wrote: একদম মনের কথাগুলো গুছিয়ে বললন কাদের ভাই পাঠকের যেটা ইচ্ছে সেটা পড়বে,, এজন্য কাউক একঘরে করে অচ্ছুত বানানোর প্রথা থাকবে কেন!
এখনো দেখছি ওই এক্সট্রিম গ্রুপে অনেক মেধাবী ও দারুণ লেখক যেমন নষ্ট ছেলে দাদা, পাগল প্রেমী দাদা, মমহান্টার দাদা এমন আরো অনেক প্রতিভাবানদের নিয়মিত সব চমৎকার লেখা যতটা ভিউ রিচ পাবার কথা সেটা পাচ্ছে না।। তাদের প্রতিভা ও সৃষ্টিশীলতাকে এভাবে জেলহাজতে বন্দি করে রাখার অধিকার কারো নেই।।।
মূল ফোরামে সবার যে কোন নতুন লেখা পোস্ট করার স্বাধীনতা থাকা উচিত।। বাকিটা পাঠকদের উপর কে কোনটা পড়বেন।। "এক্সট্রিম অজাচার" নামে আলাদা বাক্সের অবসান চাই।। মুক্তির সোপানে মেধা প্রজ্বলিত হোক এই প্রার্থনা করি।।।
আমি এই বিষয়ে সারিতকে বলতে পাড়ি। তবে একার কথায় কিছুই হবে না– কারণ ইনসেস্ট'কে গসিপি'র সব সেকশন থেকে আলাদা করে দেওয়া হয়েছে।