20-11-2024, 10:07 PM
(This post was last modified: 20-11-2024, 10:08 PM by বহুরূপী. Edited 1 time in total. Edited 1 time in total.)
(20-11-2024, 09:39 PM)amitdas Wrote: দাদা মাসীকে পুকুরে চান করবার সময় একেবারে ন্যাংটা দেখবার সুযোগ করেন
দেখছি কি করা যায়।
(20-11-2024, 09:14 PM)fatima Wrote: মানতে পারলাম না। লেখক জুপিটারের গল্প তো আদতে রোম্যান্টিকই। তাঁর লেখায় ঘন ঘন তথাকথিত অশ্লীল শব্দের প্রয়োগ ছিল অদৃশ্য। লেখার ভাষা অতিশয় মার্জিত।
যখন তিনি লিখতেন তখন তাঁর বিপুল জনপ্রিয়তা অনেক তথাকথিত বড় লেখককে ভীত সন্ত্রস্ত করে তুলেছিল জানি। তাঁর উপর আঘাত তো কম আসেনি। অপমানও কম সহ্য করতে হয়নি।
সুতরাং রোম্যান্টিক লেখার ধার অনেক বেশি।
বেশির ভাগ পাঠক পাঠিকাই রোম্যান্টিক লেখা পছন্দ করেন বলে মনে হয়। অমার্জিত শব্দের লেখা তো বটতলার বইয়ে, রসময় গুপ্তের লেখায় পাওয়াই যায়।
এটা জানা ছিল না,ঘটনা মারাত্মক মনে হচ্ছে।
তবে আমি যা বলেছি সেটিও মিথ্যা নয়।কারণ রক্তের সম্পর্কে(বিশেষ করে মা) ভালোবাসা ও বউকে নিয়ে কাকোল্ড এই দুটো সব জায়গায় জনপ্রিয়। সেখানে সাধারণ রোমান্স নিয়ে যারা লেখে ,তাদের পক্ষে দাড়ানো কঠিন।এই বাংলা সেকশনেই সাধারণ রোমান্টিক গল্পের মধ্যে কয়টা আর জনপ্রিয় বলুনতো! আমি আপাতত সরাসরি মা ছেলের গল্পে যেতে চাইছি না। তবে "স্নেহের আঁচল" নামে একটা গল্পের প্লট লেখা আছে,মনমানসিকতা ঠিক হলে আরো কয়েকটি সাধারণ বিষয়বস্তু নিয়ে গল্প লিখে শেষ করে তবে বোধহয় লিখতে পারবো ওটা।এর আগে রোমান্টিক এবং মা ছেলে কোনটার দিকেই আমার মন যাবে বলে মনে হয় না।