08-11-2024, 08:50 AM
(06-11-2024, 08:55 AM)momloverson Wrote: বাজে কথার জন্য অনেকেই মাঝে মাঝে হারিয়ে যায়। আমার তো মাঝে মাঝে লেখাই বন্ধ করে দেই বাজে কথা বলার জন্য। তাই Admin এঁর কাছে অনুরোধ এসব পাঠকদের সতর্ক করা উচিৎ। এখানে কেউ টাকার বিনিময়ে লেখেন না, স্ব-ইচ্ছায় আসেন বাঃ লেখেন।
সব সময় পাঠকদের দোষ দেওয়া ঠিক নয়। অনেকেই খারাপ মন্তব্য করে বিরক্তিতে। আর কিছু লোক নিয়মিত করে,কারণ এতেই তারা অভ্যস্ত। এখন এদের বাদ দিয়ে বাকিদের কথা ভাবলে লেখা ছেরে দেওয়ার কোন মানে হয় না। কারণ বাঙ্গালী মডারেটর কোন কারণে চুপচাপ তা আমিও জানিনা।
শেষমেষ বলবো লেখকেরা ফ্রিতে লেখেন এটা একদমই ঠিক নয়।কিছু পাঠক যেমন গালমন্দ করে, তেমনি অনেক অধিক পাঠকগণ ভালোবাসাও দিয়ে থাকে।তাদের কথা একদমই না ভাবলে চলবে কেন? কারণ ইতিহাসে এমন কোনো লেখক নেই যার লেখা সবাই পছন্দ করে। মাঝি বিহীন নৌকায় উঠলে সাতার জানতে হয়।❤️❤️